সন্ধান

সাগরের নোনা জলের উপর মিছেই খুঁজি
সেই শিশির বিন্দু
যাকে জানার ইচ্ছেতে সেই কবে থেকেই
পাড়ি দিলাম সিন্ধু।
আকাশের মেঘলা আবরণে শুধু বেড়াই খুঁজি
সেই হঠাৎ-দেখা নীলাম্বর
যার দেখা-পাওয়া এখন অমাবশ্যার চাঁদই বটে
অথচ ভেবেছিলাম স্থাবর।
বালুকা বেলায় এখনও বেড়াই খুঁজে সেই দূর্লভ
এবং দামি এক গুচ্ছ মুক্তো
আতশী কাঁচ নিয়ে সে কী গবেষণা প্রতিটি বালুকণার
অথচ কে না জানে ঝিনুকেই সে যুক্ত।
হেমন্তের পড়ন্ত বিকেলে পেতে চাই সবুজ পাতাদের
অথচ সর্বত্রই হলদে পাতাদের ভীড়
আকাশ কুসুম ভাবনা নিয়েই থেকে যাই যাপিত জীবনে
পা্ওয়া হয়না কখনই আর কাঙ্খিত সেই নীড়।
প্রত্যাশার প্রদীপ জ্বেলে খুঁজি , স্বপ্নে নয় , অগণিত মানুষের ভীড়ে
অল্প -দেখা তোমাকে সেই সেদিন
তারপর কণে দেখা আলোতে উজ্জ্বল হয়ে রইলে শুধু মনের কোণে
শোধ হলো না আর আমাদের কোন ঋণ ।

১৭ই জুলাই ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *