এ বিশ্ব-সংসারে আমি যেন এক পলাতকা হরিণী
তোমাদের নিকোনো উঠোনের ধার ঘেঁষেই
অগভীর এক বনান্তে বসবাস নিত্যই আমার
মনের ভুলে কখনও , কখনও বা আলোর সন্ধানে
অকস্মাৎ চলে আসি সযত্নে সাজানো বাগানে তোমার
পরিপাটি করা ঘাসের গালিচায় প্রশান্তির সন্ধান যেন ।
মূহুর্তেই অনুভব করি আমার প্রান্তিক অবস্থানটুকু
তোমাদের পদধ্বনিতে স্খলিত হয় আমার সাহসের মাত্রাগুলো
সাঁঝের বেলার রোদ পোহানোর বিলাসিতা যে সইবে না আমার
সেই তাৎক্ষণিক অনুভূতিতে হতচকিত আমি ফিরে যাই
সেই বনবাসী জীবনে যেখানে রয়েছে সবুজাভ আঁধার
যেখানে নির্বাসিত আমি আজন্ম এবং, বোধ করি , আমৃত্যু।
সাপেরা আমার সহচর সেখানে তবু নির্ভয়ে নিত্যই বসবাস আমার
শুকনো পাতায় পদধ্বণি পরস্পরের , কখনও আমার , কখনও বা তার
তবু নিশ্চিত নিরাপত্তায় কেটে যায় সময় আমার অন্তহীন অন্ধকারে
রাইফেলের রূঢ় বাস্তবতায় ভয় দেখায় না কেউ তোমাদের মতো
ঘড়ির কাঁটায় কাটে না জীবন , অঙ্কে আঁকা নেই এখানকার কোন চালচিত্রে
ঝড়ো হাওয়ায় মাঝে মাঝে দোলে বৃক্ষ , কক্ষচ্যুত হয় না তবু।
তোমরা যাকে বলো অন্ধকার , সেই সবুজাভ আঁধারে আমি খুঁজে পাই আলো অনন্ত
সেখানেই আমার বর্ষা নামে অঝোর ধারে , সেখানেই দেখি অন্তহীন বসন্ত ।
১৫ই জুলাই ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed