বর্তমানের এই মেঘলা দুপুর থাকে আচ্ছন্ন
ফেলে আসা দিনের সুদূর স্মৃতিতে নিমগ্ন
আশি মাইল গতিতে যত দ্রুতই যাই ভবিষ্যৎ পানে
তত দ্রুতই প্রত্যাবর্তন অতীতে, নিয়তি সে কথা জানে।
অকষ্মাৎ কোন উচ্ছসিত জলে ভরা পুকুর
কিংবা বৃক্ষের আড়াল করা বন-বাদাড় দেখে
ফিরে যাই বুঝি গোমতি পেরুনো পুরোনো সেই গ্রামে
যেখনে শান্ত বিকেলের ঘড়ি ধরে প্রত্যহই সন্ধ্যা নামে ।
স্মৃতির বুদ্বুদেরা সব এখনও হেঁটে বেড়ায়
ধীর পায়ে ঠিক আমাদের অপরাহ্নের হেঁটে বেড়ানোর মতো
জীবনের কোন কোন অধ্যায়ের কাছে কখনও দাঁড়াই থমকে
ঘটে যা্ওয়া কাহিনীর উল্টাতে পাতা কখনও উঠি চমকে।
চলচ্চিত্রের পরিভাষায় ফ্ল্যাশব্যাক বলে যাকে
রেটিনার পর্দায় তেমনি অকষ্মাৎ দেখি আলোর ঝলকানি
কোন কোন আলো নিয়ে যায়, অনাকাঙ্খিত আঁধারের দিকে
জাগায় মনের অজস্র বেদনা কবিতার কথা লিখে।
বর্তমানের যাত্রায় অতীতের চলে আসা, কী অবাক করা উপহাস
যতটা আছে উচ্ছাস এখন , ততটাই অতীতের এক জীবন্ত লাশ।
৯ই জুলাই ২০১৮. ইন্ডিয়ানা
Copyright @ Anis Ahmed