ইদানিং অল্প কয়েকদিনের বিরতি হলেই
কেউ কেউ টের পেয়ে যান কবিতার আকালের কথা
জিজ্ঞেষও করেন আগ্রহী ঘণিষ্ঠ দু একজন
কই কবিতাতো পাচ্ছিনা আজকাল ফেইসবুকের পাতায়।
ঐ অবয়বপত্রে অকষ্মাৎ কবিতা উঠবেই কেমন করে
যদি না হৃদয়ে থাকে কবিতার ফোটা কোন ফুল ।
কবিতাতো নয় বৃষ্টির মতো যে আষাঢ়ে শ্রাবণে
ঝরবে অনবরত , ভেজাবে সব মালতী লতাদের।
কবিতাতো নয় বাসন্তী কোকিল যে গাইবে গান
ঋতুবদলের কোন মোহন মূহুর্তে
নয় কোন উচ্ছাসে উন্মত্ত নদীর নিত্য প্রবাহ
যে অকাল বন্যায় ভাসাবে আমার লালিত উঠোনখানি ।
কবিতাতো হৃদয়ের গহীনে ফোটা সেই ফুল
যা আনন্দের নন্দন কাননকে করে নান্দনিক যতটা
তার চেয়ে ঢের বেশি ব্যথার অনুরাগে হয় অনুরনিত
কষ্টের কষে ভেজা শব্দরা হয়ে যায় কবিতা
বিরহের বাঁশিতে বাজে বার বার ছান্দসিক কবিতা
মিলনের প্রত্যাশায় আকুল থাকে পদ্যের পংক্তিরা সব ।
তাই মাঝে মাঝে লুকোয় মুখ কবিতারা শুণ্যতার বাগানে
কখনও ফিরে আসে তারা আবার পূর্ণতার গানে গানে
২রা জুলাই ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed