শব্দরা আজকাল হাঁটে খুব ধীর পায়ে
কাঁকড়াদের ছুটোছুটি যে সমুদ্রতীর ধরে
তাদের সাথে দূর্গতির গতি মেলাতে হিমসিম খায় শব্দরা ইদানিং
অকস্মাৎ চমকে থমকে দাঁড়ায় বিশাল এক ঝিনুকের সামনে
মনের মুক্তো লুকোনো সেখানেই বুঝি .
সেই সযত্নে থেমে থাকা ঝিনুকের হৃদয়ে ।
কবে কখন সে ভালোবাসার মুক্তো পাবে মুক্তি
তারই প্রতীক্ষায় অক্ষরেরা আমার আঁচড় কাটে বালির বুকে
অতঃপর তারা গুটিয়ে আনে নিজেদের শব্দের নিঃশব্দ ঘরে।
কখনও কখনও বিচ্যূত হয় , ঢেউয়ের প্রচন্ড রোষে
ফিরে আসে স্নাত হয়ে আপনা থেকেই সমুদ্রের উষ্ণ জলে ।
তুমি পড়ে থাকো নিষ্প্রাণ হয়ে , নিশ্চল ঐ ঝিনুকের আড়ালে ।
শব্দরা আমার তোমারই প্রতীক্ষায় কাটায় বিনিদ্র রজনী
ঝিনুকের বুক থেকে বেরিয়ে আসবে যে দিন
জানি সেদিনই তারা জোট বেঁধে করবে কবিতার সমাবেশ
হৃদয়ের মুক্তিতে তখন শব্দরাই বাঁধবে তোমায় ফুলডোরে
ঐ মায়াবি চোখের নিষ্পলক চেয়ে থাকায় শিহরিত হবে শব্দরা আমার
তোমার ঠোঁটে ঠোঁট মেলাবে কবে থেকে পলাতক ভালোবাসা ।
দ্রুত বেরিয়ে এসো ঝিনুকের আবরণ থেকে, আঁকো ভালোবাসার রেখা
শব্দরা পাক জীবনী মন্ত্র অতঃপর অবশেষে কবিতা হোক লেখা।
১১ জুন ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed