আলো আঁধারের বিমূর্ততায়

এই যে প্রাত্যহিক কথোকথন অদৃশ্য অনুভুবের সঙ্গে

প্রার্থনায় কখনও , কখনও লেখা হয়নি এমন পত্রে

সেতো চলে আসছে কোন সে আদিকাল থেকে

কালের কলেই বা কেন বন্দী করি অন্তরের অনুভবকে

কালাতীত সত্যে যে আবর্তিত যুগে যুগান্তরে

তাঁকেই বোঝার চেষ্টায় ,সুর ও শব্দের এ সম্মিলন ।

স্বপ্নের সোপান বেয়ে উঠতে উঠতেই নিদ্রাভঙ্গ হয় আবার

নিষিদ্ধ ফল খাবার প্রায়শ্চিত্তে প্রত্যাবর্তন পরিচিত পৃথিবীতে

কারখানার চিমনি থেকে উঠে আসা ধোঁয়ার কালো কুন্ডুলিতে

আলোর সন্ধানেই কেটে যায় শ্রমজীবি জীবনের, অনেকটাই আমার।

ইলিশ কিংবা  ঈগলের গুঢ় পার্থক্য বোঝার বয়স হয়না কখনই

উভয়ই এক অনন্য উষ্ণতায় দ্রবীভূত হয় , বিমূর্ত বেদনায়।

বিরহ বেদনার বৃক্ষ ক্রমশই বেড়ে ওঠে আনন্দ আলোর পরশে

সুখ দুঃখের সীমানা তখন অভিন্ন ও একাকার, জীবন জাগে হরষে ।

ম্যারিলান্ড ,   ১৩ই মে , ২০১৬
Copyright@ anis ahmed

Comments