মৌমিতাকে চেনেন না এমন কোন বউ আছেন কি বাংলায়
তবে হ্যাঁ তার কষ্ট কথা জানেন না অনেকেই হয়ত
দিগন্ত জুড়ে যে ভালবাসার আশায় বেঁধেছে সে ঘর
দৈর্ঘে প্রস্থে তা এতটাই খাটো যে খাটের বাইরে তা মৃয়মান।
কৈশোরে মৌমিতার চঞ্চল চিত্তে প্রথম ফুটেছিল যে প্রেমের কলি
সেখানে অযথা ঘুর ঘুর করেছে কিছু কিছু পাখাবিহীন অস্থির অলি
রক্ষণশীল বলেই হয়ত, স্বপ্নকে লালন করেছে মনে মনে সংগোপনে
ভেবেছিল একদা মালাবদলেই হবে পালা বদল সেই অপরিচিতি পুরুষের সাথে।
লক্ষ টাকা দিয়ে বেঁধেছে সে মৌমিতার হাত সোনার শেকলে কৌশলে
বন্দীনি মৌমিতা জানালা দিয়ে এখন দেখে কেবল এক খন্ড মেঘলা আকাশ
সূর্য কখন দেবে এক চিলতে আলো , সে প্রতীক্ষায় অদল-বদল হয় দিন-রাত
অন্যত্র দেয় আলো এবং উষ্ণতা সুর্য প্রত্যহই, শুধু মৌমিতার জানালায় অন্তত অন্ধকার।
একুশ শতকের ডিজিটাল যুগে এগিয়ে যাওয়ার, এ কী তবে এক নির্মম পরিহাস
পুরুষের পণ্য হয়েই কি থাকবে মৌমিতারা সব, হৃদয়ে কখনও কী করবে না ‘ক বাস।
৩রা জুন ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed