সেই যে সেই এক মেঘলা বিকেলে
কষ্টের কলস উপুড় করে দিলে
সেই থেকে ভিজে গেছে দু চোখ
হাসির আড়ালে ঢেকে চলি শোক
নন্দনতত্ব নিয়ে তোমার প্রতি যে ঈর্ষা
তাতেই দু চোখে নামে অকাল বর্ষা
সুরে ও বাণীতে একদা ভরালে মন
এখন কেন হতাশার হাওয়া বহে শন শন ।
চোখের গভীরে যখন ডোবালে এ হৃদয়
সে কী তবে নয় তোমার অন্তহীন বিজয় ।
অতএব দাঁড়াও আরেকবার, শোনাও সেই গান
যাতে সজীব হতো একদা নির্জীব এ প্রাণ
মুগ্ধতা নিয়ে শুনেছি সে সুর , বন্ধ করা দুচোখে
হাত ধরে যেন হারাতাম আমি সে কোন আনন্দলোকে।
হারমোনিয়ামের রীডে চলুক আবার আঙ্গুল তোমার প্রজাপতি
বন্ধ চোখে সুরের সুগন্ধে হৃদয় খুঁজে পাক হারানো গতি
কোমল ঠোঁটে ফোটাও আবার আগেকার সেই মৃদু হাসি
জানো কী জানো না, জানি না আমি , ভালোবাসা হয় না ক’ বাসি।
ইচ্ছে করে তাই বার বার তুমি সুরের সাগরে আমায় ভাসাও
দৃষ্টির গভীরতায় ভালোবাসো যত আমায়, ততই ভালোবাসাও।
এবার এলে বুঝি হয়ে , নিরন্তর আজ অন্তবিহীন অন্তমিলের কবিতা
উজ্জ্বল হয়ে ভেসে এলো তাই তোমার পুরোনো সেই ধূসর ছবিটা ।
২রা জুন ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed