কোকিলেরা এখন কষ্ট হয়ে কী বাস করে ঐ হৃদয়ের খাঁচায়
নীরবে নিস্তরঙ্গে থেকে যাও তুমি, জানোনা হৃদয়ই হৃদয় বাঁচায়
এইতো সেদিনের সঙ্গীতের ইঙ্গিতে তোমার , জাগতো হাজারো প্রাণ
সুরের মূর্চ্ছনায় যেতো মূর্চ্ছা মানুষ , ভক্তরা সব শুনতো প্রাণ ভ’রে গান।
আমিও সেদিন ঠিক এমনি করেই , কেটেছি সাঁতার ঐ সমুদ্র-চোখে
গোপনে দেখেছি চেয়ে বার বার , পাছে মন্দ বলে , মন্দ লোকে
ভিড়ানো হয়নি চলমান হৃদয় তরী , ডুবেছে সে যে তীর থেকে অনেক দূরে
নিঃশব্দে গেঁথেছি শব্দের মালা, মিশেছি তোমার ঐ সুমিষ্ট সুরে ।
এখনও যখন ফুলেরা সব উড়ে আসে প্রজাপতি হয়ে অলিন্দে আমার
নন্দলোকের আনন্দে জেগে ওঠে অস্মাৎ একদা বিধ্স্ত এ মন আবার ।
কবিতে কবিতায় , প্রাণোচ্ছল গানের মূহুর্ত মহরতের মোহনায় চলে আসে
স্মৃতিরা তখন মেলে ধরা বইয়ের পাতা হৃদ সাগরের তরঙ্গে তরঙ্গে ভাসে।
কেন তবে বলো রাগ কীনা আমি ? বোঝোনি বুঝি আমার এ গোপন অনুরাগ
যুক্তিরা রয়েছে মস্তিস্কের একাংশে , হৃদয়ের সবটুকুতেই আছে তোমারই ভাগ।
৩১শে মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed