সে কোন আদিকাল থেকে লিখছেন তিনি কবিতা
ক্যালেন্ডারের আঙ্কিক হিসেবে জানার আগেই
সেই যে স্বর্গ হতে বিতাড়িত আদম মর্ত্যে এলো নেমে
সেই থেকে লেখা হলো কবিতা, বিবি হাওয়ার মিলনে।
প্রেমের সেই প্রথম উদ্ভব, অঙ্কুরে সেতো তাঁরই ইঙ্গিতে
মর্ত্যে নেমে আসে স্বর্গ যখন, তখন লেখা হয় সেই প্রেমের কবিতা।
সমুদ্রের যে জল আঘাত হানে , উপকুলে বার বার , বহুবার
সেই অনুপাতে ফিরে যায় আবার, সাগরের হৃদয়ের কাছাকাছি
ঢেউয়ের উচ্ছলতার যাওয়া আসা সমতালে সেতো কেবলই কবিতা
সমুদ্রতটকে ঢেউয়ের এই যে চুমু খাওয়া সেইতো লেখে কবিতা
পাহাড়ের আপ্রাণ চেষ্টা সেই সুদূর আকাশ ছোঁয়ার আনন্দ পাওয়া
অথবা ব্যর্থতার বিরহে বার বার স্থবির হয়ে থাকা এ ও কী নয় কবিতা !
শীত-বসন্তের অভিমানে ফোটা ফুল, পাওয়ার প্রত্যাশায় ব্যাকুলতা
প্রাপ্ত প্রেমের আশ্চর্য বিহ্বল অথচ অনামিক সুখানুভূতির ছড়ানো পালক
তুষারের পাহাড় পেরিয়ে প্রসন্ন কোন ঊষায় পৌঁছানোর অনাবিল আনন্দ
হতাশ করা আগাছা পেরিয়ে গোছা গোছা পলাশের সন্ধান, সেওতো কবিতা
আষাঢ়স্য মেঘের পালক বেয়ে ফোঁটা ফোঁটা বিষ্টির বিন্দুতে দেখি কবিতা
রৌদ্রকরোজ্জ্বল মধ্যাহ্ন পেরুনো গোধূলির সিঁদুরে আলোয় শুনি কবিতা।
বিশ্বকর্মার কর্মিষ্ঠ অবদানে, সুর ও ছন্দের সমাহারে দেখি সর্বত্রই কবিতা
ছন্দকে যারা দ্বন্দ্বের ধন্দে আড়াল রাখে উদায়স্ত তারাতো দেখেনা মিলনের ছবিটা।
২৮শে মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed