অভিন্নতার অন্বেষা

এক রুক্ষ বৃক্ষের বাকলে দেখি একরোখা বিশ্বকে আজ
যার চার ভাগের তিন ভাগেই আছে মোহে মূহ্যমান জল
বাকি এক ভাগে সত্য সন্ধানী মানুষ পণবন্দি উত্তপ্ত বালুতে
হাহাকার চলে তৃষ্ণার্ত চিত্তের সত্যকে পাবার ব্যাকুল আকুলতায়।

মেরুবর্তী মরুরা মধ্যগগনে গর্বিত সব ঈর্ষার আগুনে জ্বলছে অহরহ
মানচিত্র পাল্টানোর ফন্দি ফিকিরে বন্দী করে রাখে মুক্তিপাগল মানুষকে
বৃত্তের বন্ধনে রাখে আবৃত, আর অভিন্ন সত্য সন্ধানীদের বিভ্রান্ত করে বার বার
পোষা পাখির রঙিন পোশাকে মতোই আবৃত করে মনকে ভিন্ন ভিন্ন বিশ্বাসের আশ্বাসে।

আমি সন্ধান করে বেড়াই মিলনের সেই বাঁশিকে, যা ঈশ্বর তুলে দিয়েছিলেন হাতে
আজকাল সেই সুর রক্তপাতের আসক্তিতে হারায় নিজেরই সেই শক্তি
সুরেরা সবাই অসুর হয়ে হামলা করে ইয়েমেনে, মিয়ান্মারে নিষ্পাপ শিশুদের
মতবাদের মতভেদে মতিভ্রান্ত হয়ে পড়ে তারা , মোহে হয় মদমত্ত বার বার

কী হয় যদি মতবাদের অপবাদ থেকে হতে পারি আজ মুক্ত আমরা সবাই
একই বৃন্তে একাধিক ফুল হয়ে ফুটি যদি এবং তবুও অভিন্ন গলায় গান গাই ।

২৭শে মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *