সোনালি, কে তবে তুমি !

সোনালী তোমাকে পাই সর্বত্রই আজকাল
মাঝে মাঝে হারাও মেঘের আড়ালে যদিও
কষ্টের বিষ্টি তখন মূষল ধারে নামে আমার আঙ্গিনায়
অথবা মুঠি মুঠি বালি ছড়ায়, প্রেমের প্রাঙ্গনে আমার।

কী আশ্চর্য কোমল স্পর্শে মুগ্ধ করো ভালোবাসার বৃক্ষটিকে
রুক্ষতাকে অতিক্রম করে যায়, নতুন পাতাগুলো তার
এই সেদিনও শৈত্য প্রবাহে যে অনুভূবেরা ছিল নিশ্চল
কাঠবেড়ালির মতো শরীর জুড়ে সে কী তার দাপাদাপি
কবিতার অক্ষরগুলোতে নিমগ্ন থাকে মাঝে মাঝে যদিও
ভাবো অনুভূতিগুলো ভোঁতা ছুরির মতোই নিষ্কর্মা একেবারে
কাটবে না সহজে কখনও কোন দাগ, কোন দগ্ধ মনে
সে তোমার ভুল ভাবা;মনের মাচায় তুমিই সোনালী সবজি।

মর্চে ধরা মনগুলোতে সোনা-রঙের বড়ই অভাব আজকাল
আর চক চক করলেই যে সোনা হয় না, সেতো জানে সকলেই
আমি তাই সত্য-সোনালীর সন্ধানে কাটাই মূহুর্তগুলো আমার
কখনও কখনও ধুলো ঝড়ে ধুসর হয়ে পড়ে সবুজাভ উঠোনটুকু
মাচায় সাজানো সবজিরা তখন নুয়ে পড়ে বিমর্ষ প্রতীক্ষায়
কবে আসবে সোনালী আবার রাঙাতে এ মনের উঠোন
কবে আবার জেগে উঠবে অনুভবেরা নতুন কোন ভোরে
ক্ষণিক প্রতীক্ষা শেষে সোনালী ফিরে আসে, নিজস্ব সম্ভারে ।

সোনালী কি কেবলই রূপবতী কোন প্রেয়সীর ঢং
সোনালী কি কেবলই রোদ্দুরে ঝলসানো কোন রং
সোনালী কি স্বপ্নের আবর্তে চলমান কোন চিত্র
সোনালী কি সত্যের সঙ্গমে,মনের মুখরিত মিত্র ।

২১ শে মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *