অনুভূতিরা নষ্ট হলেই কষ্ট পায় সে অবিরত
বাসর রাতের স্বপ্নে যদি দোসর হয়ে যায়
কিম্ভূত কোন ভূত কখনো, পেশী শক্তি
যার পুষে রাখা , পিষে রাখার জন্য যথেষ্ট যদিও
কিন্তু স্বপ্নদেরও পরাস্ত করে দুঃস্বপ্নের মল্লযুদ্ধ
সান্নিধ্য ভূতের কাঙ্খিত নয় তাই নিজের মনে নিজেই ক্রুদ্ধ।
মধ্যবিত্তের সংসারে মানুষ বলেই
স্বপ্ন কি গুড়িয়ে যাবে কয়লার মাজনের মতো !
কন্যা বলেই কী একতাড়া নোটের বিনিময়ে
বিক্রিত হবে সে, বিকৃত কোন মানুষের কাছে ।
কৈশোরের স্বপ্নদের পুষেছে সে ঠিক যেন পোষা ময়না
ক্ষয়ে গেল সেই কবিতার ছবিটা, মূখ্য হলো ভরি ভরি গয়না।
বিয়ে কি তবে বৃত্তাবদ্ধ চৌকাঠ পেরুনো, সাজানো খাটে
কেবলই কি কলেমা পাঠের বিধিবদ্ধ কোন সুত্র
অথবা সাত পাকে বাঁধা, পাঁকে পড়ার কুমন্ত্র !
এতো স্বপ্ন নির্মাণের প্রতিশ্রুতিতে স্বপ্ন ভাঙার সূচনা
অলংকারের অহংকারে হারাবে কোথায় পোড়া এ মন
চূড়িরা সব বেড়ি হয়ে থাকে , বন্দিনী থাকে সেও আজীবন।
কিশোরির স্বপ্নজুড়ে যে রাজকুমারের নিত্য ছিল আনাগোনা
প্রতিশ্রুতি ছিল সেখানে চিত্তের মুক্তির
যৌবনের যৌনতাকে পেরিয়ে ছিল রোমান্টিক রমনীয়তা
মিলন সেখানে কবিতার সুস্বাদু, সংগীতের মতো সুপ্রিয়
কিন্তু সেই রাজকুমার এখন পরাস্ত, সূর্যের মতোই গেল অস্ত
মুক্তি এখন “দূর-অস্ত”, কড়ায় বাঁধা দুই হস্ত ।
জানালার গরাদে আটকে থাকা হৃদয় এখন এতটাই বন্দী
এবার কি তবে ফুঁসে উঠবে, নাকি বাকি জীবনে করে যাবে সন্ধি!
১৫ই মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed