মাঝে মাঝে দ্বিখণ্ডিত হয়ে যাই
কিংবা হই এতটাই বহুধা বিভক্ত
যে অখণ্ড এই আমি একেবারে স্তব্ধ
পাথুরে অস্তিত্ব নিয়ে পড়ে থাকি
পাহাড়ের কোন এক প্রান্তে
পাশ দিয়েই কুলু কুলু রবে ব’য়ে যায়
ঝর্না তবু তার সুর ও সংগীত মাতায় না মন
রূপালি জল স্পর্শ করিনা একেবারেই
তৃষ্ণাতেও আজকাল চলে আসে বিতৃষ্ণা
পাখি সব করে রব, রাত পোহায় না আমার।
স্বপ্নরা সব দ্রুতই দৌড়ায় দুঃস্বপ্নের অনুবর্তী হয়ে
ত্রাসের কিরিচে খন্ডিত হয়ে পড়ে তাশের রাজারা আজ
আমিও এক বিভাজিত সত্তা নিয়ে বালিশে লুকোই মুখ
প্লেটনিক প্রেমের প্লেটে খুঁজি প্রত্যাশিত কোন এক মিষ্টিকে
মধুমেহ রোগি ভেবে দিয়ে যাও কেবল নির্ভেজাল তিক্ততা
তাতে রিক্ত হয় হৃদয় আমার, রক্তিম আভায় দেখা হয়না কিছুই
গুমোট বাঁধা মেঘ ঠেলে নামতো যদি বৃষ্টিরা দল বেঁধে
আমিও যোগ দিতাম, বৃষ্টিদের বিস্ময়কর সেই মিছিলে
কিন্তু না,এখন খেরো খাতা আমার খরতাপের খরায় দগ্ধ ।
লিখবো বলেও, হলো না তাই লেখা প্রত্যাশিত সেই কবিতা
ধূসর অস্পষ্টতায় বার বার হারায় একদা দেখা সেই ছবিটা।
১২ই মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed