না চাঁদ নয় , চন্দ্রমল্লিকাও নয়, নয় কোন বিশেষ নক্ষত্রও
যার সঙ্গে আটপৌরে কোন বাঁধনে বাঁধবো তোমায়
নও তুমি গোলাপ, বকুল কিংবা বেলী ফুলের মালা
সে সব উপমা বড় জোর কবিতার শব্দকে করে সমৃদ্ধ
সাহিত্যিকেরা সুচারু শব্দে সাজানো বাগানে করেন ঋদ্ধ।
না কবি নই , সাহস করিনা সাহিত্যের ধারে কাছেও করতে বিচরণ
সে জন্যই তোমাকে দেখি নিতান্তই সাদা-মাটা রূপে
এলো খোপা ভেঙ্গে নেমে আসে কেবল চুলের জলতরঙ্গ
এলোমেলো কয়েকগুচ্ছ চুল দিয়ে ঢেকে ফেল চাতক চোখের চাউনি
কোন প্রেমিক পুরুষ নিমজ্জিত হবে তোমাতে, তাওতো তুমি চা্ওনি।
আড়ালে আবডালে থেকে আগাওনি তুমি আদৌ ডোবালে যতটা আমায়
নিভৃতে আমি নেমে গেছি ধীরে প্রশান্তির আশ্চর্য এক অতলান্তে
যতটুকু চোখ, চুলের গুচ্ছকে অবজ্ঞা করে সংগোপনে দেখেছে আমায়
ততটুকুই আমি করেছি অধিকার , বাকিটুকু থাক তোমার হয়ে
সেখানে কি নীরবে থাকে মুচকি হাসি, নাকি অশ্রু শুধু যায় বয়ে।
না , আমি কোন শিল্পি নই আদৌ, যে তোমার উহ্যরূপকে করবো বাহ্য
চিত্রপটে আঁকা তোমার অমন তুলতুলে গালে ছোঁয়াব তূলি
অতটা যোগ্যতাই বা কোথায় পাই যে প্রেমকে বাঁধবো পোট্রেটে তোমার
শুধু স্বগোক্তির মতো বলে যাই তোমার কথা স্বপ্নে এবং জাগরণে
অর্ধেকটাই কেবল দেখি তোমার , বাকি আধেক থেকে যায় আবরণে ।
সঙ্গীতে অসঙ্গত আমি এতটাই জানি, সঙ্গত তাই পারিনা দিতে তোমার সুরে
প্রেম-নগরীর উপকন্ঠে বেড়াই ঘুরে, কেবল পারিনে যেতে তোমার ঐ অন্তরপুরে।
১০ই মে ২০১৮. ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed