অক্ষরেরা যে দিন, আমার নিরক্ষর মস্তিষ্কে আনলো আলোর অনন্য রেখা সে দিনই প্রথম বুঝলাম একুশে সরস্বতীতে মিশে আমার প্রাত্যহিক এ লেখা। মূর্তমান এ মায়ের অন্তরালে বিমূর্ত যে সত্য সেতো আনে আমায় জ্ঞানের কাছাকাছি একুশে যেমন খুঁজে পাই বর্ণমালাদের আমি সরস্বতী… Continue Reading →
অরণি কিংবা অরিন্দম দিন তারিখের শেকলে বাঁধেনি কেউ ভালোবাসার ভাষা তাদের। চৌদ্দ কিংবা চব্বিশ, ফেব্রুয়ারি বা অক্টোবর বসন্তের বাসনা কিংবা হেমন্তের হিমেল হাওয়া থামাতে পারেনি তাদের পরস্পরের চাওয়া । পঞ্জিকার পাতায়,দিনের প্রকোষ্ঠে প্রস্তুত যে প্রেম সেতো অচল মুদ্রার মতোই সারা বছর… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা