বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Month December 2023

যীশুর প্রতীক্ষায় আবার

শিশুর মতই এক আশ্চর্য সরলতায় সেদিন নাকি তুমি বলেছিলে যীশু বিনয়ে আনত হতে বার বার হয় যদি প্রতিপক্ষ তাও আবার। কিন্তু হে যীশু, তুমিই বলো আজ মানবতা আর কতটা সইবে মার নির্মম যখন প্রতি মূহুর্তেই এই বিশ্ব তখন মানুষ তোমার নিতান্তই… Continue Reading →

খুঁজে পাওয়া স্বদেশ

সেদিনের সেই কৈশোর ছিল কঠিন দ্বান্দ্বিক দুনিয়ায় বেড়ে ওঠা প্রতিদিন পরদেশী ভাষায় ভাসিয়ে দেওয়া নিজকে গড্ডালিকা প্রবাহে যেন খড়কুটোর মতো ভেসে যাওয়া ভিন্ন সংস্কৃতির অন্য মোহনায়। প্রতিদ্বন্দ্বি এক প্রাঙ্গনে বন্দী-বাস প্রতিনয়ত । স্বপ্নেরা সেখানে পলাতক ছিল, দুঃস্বপ্নের হুমকিতে কংক্রিটের দেওয়ালে… Continue Reading →

ঊষ্ণ এক ডিসেম্বর

তোমরা সবাই অকষ্মাত্ কুঁকড়ে যাও ডিসেম্বর এলেই জানি কাঁথায় কম্বলে কিংবা কার্ডিগানে ঢেকে রাখো নিজেকে। পিঠে-পলুই খাবার আনন্দ থেকে বঞ্চিত না করে যেন হাঁচি-কাশি । শীতার্ত সন্ধ্যায় তবু কাঁপো মাঝে মাঝে তাপমাত্রা তাও কমতেই থাকে প্রতি সাঁঝে । অন্য এক… Continue Reading →

কুয়াশা-ধোঁয়াশা; প্রত্যাশা

কুয়াশা বলবো, নাকি ধোঁয়াশা এ নিয়েই বিতর্ক চলে মনে বার বার। জলবায়ুবিদেরা রাজা উজির মারেন  প্রত্যহই বিশেষ অজ্ঞদের ভাষণে ভেসে যায় সময় ধোঁয়াশা-কুয়াশা কোনটাই কাটে না আজকাল জানিনে কোনটাই বা মেলে রাখে ইদানিং এই জাল। মনে জমে থাকা কুয়াশার মতো… Continue Reading →

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑