বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Month October 2023

প্রসঙ্গ : প্রবোধ

আকাশ ছুঁতে বড় ভয় আমার অথচ সময়ের সোপান বেয়ে প্রত্যহ যে ঊর্ধ্বে আরোহণ সেতো নিম্নগামিতাই বস্তুত। মাটির সঙ্গে একাকার হওয়া অথবা গঙ্গা জলের চিতাভষ্মে ভাসা, আর আকাশের তারা হয়ে থাকা অভিন্ন সত্য –বলেন যে বিজ্ঞজনেরা তাঁদের সঙ্গে ভিন্ন মত আমার।… Continue Reading →

… তবু গেলে ঝরে

( কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে ) হ্যাঁ তখনই বুঝেছিলাম এবার শীতার্ত হবো আমরা কারণ তোমার ওই হৈমন্তি বেশে ছিল ঝরে পড়ার শংকা।   হাসপাতালের শয্যায় কিংবা বাড়ির খাটে তোমার পান খাওয়া ঠোঁট হলো যখন তামাটে। বটবৃক্ষ তুমি হয়ে গেলে ধূসর… Continue Reading →

আমার আমি

চিরসবুজ কোন বৃক্ষের মতো আসিনিতো এ ধরণীতে যে শীতের সীমান্তে বসেও গাইবো বসন্তের জয়গান অভিজ্ঞতার বোঝায় ক্রমশই নূয়ে পড়েছে বৃদ্ধ এ বৃক্ষ এখনতো জানি ভুলে থাকার কথা সব মান-অভিমান। ঝুড়িতে থাকা অভিজ্ঞতারা সব একেকটি কম্পাস যেন দিক-নির্দেশনা দেয় বলেই হেঁটে… Continue Reading →

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑