মাঘের শীত যখন বাঘের গায়ে যখন ভাঁপা পিঠার আলতো স্পর্শ ঠোঁট ছুঁতো তখন তাপের প্রত্যাশায় গিয়ে দাঁড়াতাম পূবের ঐ বারান্দায়, এখনও দাঁড়াই গিয়ে ভিন দেশের অন্য কোন এক ঝুল বারান্দায় উজ্জ্বল রোদের সমাবেশে নাইতে ইচ্ছে করে প্রচন্ড আশা নিয়ে তাকিয়ে… Continue Reading →
আমারই মতো ক্লজেটের ঐ ওভারকোটটা একাকী ঝুলে আছে দুই শীত জুড়ে না এমনতো নয় শীতার্ত দিনেরা আসেনি কখনও এমনওতো নয় যে উষ্ণতার অভাব কাটেনি কখনও। তবুও যে দামি সেই ওভারকোট এখন ধূলায় ধূসরিত পরিত্যক্ত কোন অচল যন্ত্রযান যেন বা গতিহীন… Continue Reading →
কাজল রেখার পাশেই হেঁটে যাই প্রতিদিন বড় ইচ্ছে করে কাজলা নদীতে সাঁতার দেবো কাজল কিংবা মাস্কারাকে বড় ঈর্ষা হয় আজকাল তারা তোমারই আস্কারাতে ঘোরে ঐ কাজলা নদীর তীরে। কোন এক সুদূরে বসে দেখি সেই দৃশ্য প্রতিনিয়ত বড় ইচ্ছে করে কাজল… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা