এত মানুষের ভিড়ে প্রাত্যহিক কর্ম-কোলাহলে হাসির ফোয়ারায়, থাকি উচ্ছসিত আনন্দে তবু কেন থেকে যাই বরাবরের মতো একান্তই একা। কথার ফুলঝুরি ঝরে সকাল-সন্ধ্যা বাক বাকুম বাক্যে ভ’রে যায় শ্রোতাদের কর্ণ-কুহর জানিনে শুরু কোথায়, কোথায়ই বা সমাপ্তি- রেখা। কত যে কথকতা,… Continue Reading →
কাল যাদের ছবি ছিল গাছে গাছে আমারই আই-ফোনের ক্যামেরায় এবং ফেইসবুকের পাতায় ছিল লাইক-লাভের অকৃপণ ছড়াছড়ি সেই পতিত পাতাদের আজ মাড়িয়ে গেলাম নিতান্ত অবজ্ঞা কিংবা অন্তত নিজেরই অলক্ষ্যে। মচমচ শব্দে শোনা গেল বেদনার বাদন ভাবলাম আমি, এ বুঝি সঙ্গীতের… Continue Reading →
ঝরে পড়বে যে পাতা অচিরেই হেমন্তের সেই হলদে পাতা দেখে দেখি মুগ্ধতা তোমার চিরল চোখে হতবাক হয়ে যাই মাঝে মাঝে সেই হলদে পাতাদেরও ক্ষণিক আস্ফালন দেখে। গৌরব নয় তেমন, যেমন গর্বে ফোলায় বুক পাতা-ঝরার সময়টাতে পাতারাইতো সব। আর বিশ্বের তাবত্… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা