খরতাপে দগ্ধ এই অনুভব এবং আষাঢ়স্য দিনের ঘন বর্ষণ এই বৈপরীত্যের মধ্যেই নিত্য আনাগোনা। উদ্বিগ্ন এ মন ঊষ্ণতার কাছে ছোটে এবং অচিরেই দগ্ধ হয়ে প্রত্যাবর্তন ঘন-বর্ষার ভেজা আলিঙ্গনে । বৃষ্টি-ভেজা মাটিতে পাই সোঁদা গন্ধ তাই বর্ষার বিনম্র প্রেমে আমি আজ… Continue Reading →
একদা হৃদ্যিক ছিল যে সব অনুভব ছিলো লুকোনো মনের চার দেয়ালে আজকাল এই বেহায়া বিশ্বে একান্ত ভালোবাসাগুলো বারোয়ারি ব্যাপার মনের দেয়াল ডিঙ্গিয়ে চলে যায় বৈদ্যূতিন বিশ্বের প্রায় সবখানে । প্রাণে খোদিত ভালবাসার কথারা খোচিত হয় কাগজের মোড়কে হাত বুলাই শুধু… Continue Reading →
বন্ধু আমরা দু’জনই– আমি এবং আমার অনুভূতি আনন্দের উচ্ছাসে স্পষ্ট উচ্চারণেই দু’জনই কথা বলি ঘাস ফড়িং’এর চঞ্চলতায় অথবা প্রসন্নতাবিহীন বিষন্নতায় ভাগ করে নিই বেদনার শুকনো রুটিটুকু । জিহ্বায় বড় বিস্বাদ লাগে কষ্টের কথাগুলো পূজোর প্রসাদের মতো গিলে ফেলি চোখ বুঁজে।… Continue Reading →
কখনও গ্রীষ্ম, কখনও বর্ষণ তবু থাকে সেই মাধ্যাকর্ষণ আমি থাকি সেখানে যতটা যুক্ত তুমি থাকো ঠিক ততটাই মুক্ত। আমি শুধু খুঁজি উষ্ণতা বার বার তুমি কেন কখনও ধারো না’ক ধার। ধরিনিতো হাত, ধরেছি হৃদয় তাতেই ভেবেছি হয়ে গেছে বিজয় ।… Continue Reading →
শব্দ ও সুরের চিরায়ত সমন্বয়, এমনকী রক্ত ও মাংসে গড়া মানুষেরও পছন্দ; দোলনার ঘুমপাড়ানি গান কিংবা যৌবনের জলতরঙ্গে আছড়ে পড়া সুর আঙ্কিক অনুপাতেইতো এগিয়ে যায় ছন্দে এবং লয়ে প্রতিদিনই। জানালার শার্ষি দিয়ে দেখা প্রাত্যহিক আকাশ মেঘের পাহাড় যাকে মাঝে মাঝেই… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা