বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Month February 2021

কবিতায় কবিতা

কবিতায় কবিতা আনিস আহমেদ একালে এবং সেকালেও সকালে ও বিকালেও এতটাই কাটা-ছেড়া এতটাই ভাঙা বেড়া যে তুমি যত হয়েছ রক্তাক্ত আমি ঠিক ততটাই ঘর্মাক্ত । শব্দদের করেছি চৌচির বিশেষজ্ঞ যেন এক বীর খুঁজেছি অযথা চিত্রকল্প বুঝিনি পেছনের গল্প উতপ্রেক্ষা কিংবা… Continue Reading →

বিহ্বল এক বিষন্নতা

ও চোখে টল মল করা জল দেখে বিষাদের প্রসাদ পেয়ে যাই অকষ্মাত্ ঊনিশ শতকের সেই রোমান্টিক কবির মতো আমি ও গাইতে চাই মিষ্টি কোন গান। বেদনার কূপ খুঁড়ে পেতে চাই আনন্দ ভুরি ভুরি। কিন্তু আমিতো কবি নই, ছিলাম না কষ্মিনকালেও… Continue Reading →

বাইশের ভোরে

এখনতো দেখি অন্য এক সকাল শহিদ মিনারের ফুলগুলো গেল শুকিয়ে অবশিষ্ট যে ফুল, সেতো অনায়াসে টোকাইরা সব নিলো টুকিয়ে। এখনতো আর পাঞ্জাবির হাতায় আঁকা রবে না অক্ষরেরা কেউ এখনতো আর শাড়ির আঁচলে বর্ণমালারা তুলবে না কোন ঢেউ। এখনতো আমার ইংরেজিতে… Continue Reading →

বৃক্ষের কথা

বিশাল এক বৃক্ষ রক্ষা করে প্রতিনিয়তই আমাদের তার ছায়াময় ছাতা নিজেই রাখে ধরে আমার অনুর্বর মস্তিস্কের উপর। পরদেশী প্রভাবে অক্ষরেরা আর পারেনা তো পলাতক হতে কখনই মস্তিস্ক থেকে হৃদয়ের গহীন অনুভবে একেকজন হয়ে ওঠে কবিতা কেবল। সেই যে বিশাল বৃক্ষ… Continue Reading →

অরিন্দমের তানপুরা

অরিন্দমের তানপুরাটায় ধূলো জমছে প্রতিনয়ত সেই যে একদা কৈশোরে কিনেছিল সঙ্গীতের ইঙ্গিতবাহী এই যন্ত্রখানি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিল সুরের মূর্চ্ছনা বার বার তবু কখনও সঙ্গত হয়নি নিজ কন্ঠ তার। প্রাগৈতিহাসিক পাথর ঘষে প্রেমের আগুন যতবার গেছে জ্বালাতে অরণি ততবারই নিভেছে সে… Continue Reading →

মনের উঠোন

বন্দি রাখার নানান ফন্দিতে আটকে পড়ি আজকাল আমি করোনাকালের বন্দীত্ব ঘোঁচেনি তাই পথের ভ্রমণে আমি গৃহগামি ঘোঁচেনি এখনও বিধিনিষেধ কোন বেড়াজালে আঁটকে আছে দেহখানি চতুর্দিকে বাধার পাহাড় উচ্চ করে শির মনকে তো মানাতে এখনও পারিনি। কখনও ঊষা থেকেই বন্দি থাকি… Continue Reading →

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑