কিছু কিছু বিদায় আছে এই যেমন তোমার বিদায় তাতে কষ্ট পাইনা আদৌ বরঞ্চ এক রকম সুক্ষসুখে আপ্লুত হই। না, না কবিরা যতই বলুন বিদায় মাত্রই বেদনার মানতে পারিনা সে সব কথা কারণ জানেনই তো সুধীজন আমি কবি নই। কিছু কিছু… Continue Reading →
Hasn’t it been ages That I had tried to swim Across those eyes into your heart However, as bad a swimmer I am Often, I get drowned in your eyes And have stayed quiet, Under those Large and Lovely lids… Continue Reading →
মন ভাঙার শব্দগুলো কাঁচ ভাঙা টুকরোর মতো অতই কি ধারালো আজও যে তোমার জন্য গাওয়া ঘুম ভাঙানো গানকেও করে রক্তাক্ত! আমি তো জেগেই রই নিশিদিন দেখি তোমার আনত চোখের পলকগুলো স্পর্শ করে তোমারই কপোল । মনের বনে যে চাষ নিত্যদিনের… Continue Reading →
এখনওতো ভোর হতে বাকি কিছুটা সময় এখনও সেই সুবর্ণ-রেখা দেখা তো নয় এখন কেবল শুনি সমস্বরে ক্রন্দনের রোল এখনও বোকা বদরেরা বাজায় মিথ্যে বিজয়ের ঢোল । এখন দেখি বন্দুক তাক করে আছে বুদ্ধিজীবিদের বুকে বাঙালির উজ্জ্বল সন্তানেদের বলি দেবার কল্পিত… Continue Reading →
গ্রীষ্মের দুপুরেরাও আজকাল বড্ড বেশি উষ্ণতার অভাবে ভোগে আর এই শীত-দুপুরের তো কথাই নেই রোদের তেজে এত যে হিমেল আবেশ সে কথা কে জানতো বলো নইলে কেন আমি রোদ পোহাতে যাব হিমেল রোদ্দুরের কাছে রোজ রোজ। যতই চাই এক মুঠো… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা