আকাশের মতোই মাঝে মাঝে আচ্ছন্ন মেঘে ঢেকে যায় হৃদয়ের সব সূর্য । নিমগ্ন হয় মন আমার মনেরই গভীর গহ্বরে । প্রতীক্ষায় থাকি বৃষ্টির প্রত্যাশিত পেলব পরশের জানিনে কবে আবার দূর্বা-ঘাসে ভরবে মনের নরম মাটিরা সব একেবারে নিঃসংকোচে । এ সব… Continue Reading →
উত্সবে উন্মনা এই মন মানে না ক’ কোন বিশেষ বাঁধন সকল সীমানা পার হয়ে তাই মিশে যাই সকলেই ভাইয়ের সাথে ভাই আমি মুসলিম কিংবা তুমি হিন্দু এর চেয়ে বড় আমরা মানব বন্ধু । একের আনন্দে অপরে হই সম্পৃক্ত নইলে হৃদয়ে… Continue Reading →
রঙিন পাতাদের সাথে পাতানো হলো না মিতালী আমার হাততালি দেয়া উচ্ছসিত মনে দেখলাম কেবল রঙ্গের খেলা । হাত বাড়াতেই শিহরণ জেগেছিল বুঝি ওই সব পত্র-পল্লবের দেহ-আঙিনায় । আরে ধ্যাত্ হাত কই আমার এতো হাওয়াই তাদের করেছে শিহরিত আমি কেবল বিস্মিত… Continue Reading →
ছবিটার কথা নিয়ে কবিতার কথা অথবা কবিতার কথা নিয়ে ছবিটার কথা আশ্চর্য সমীকরণে জানি মিলে যায় ছবিটা অতঃপর দেখি বিস্ময়ে সেটাই হয় কবিতা। ছন্দ নিয়ে দ্বন্দ্ব যত দ্বন্দ্ব নিয়ে ছন্দ তত মিলনে থাকে বিচ্ছেদ যত বিচ্ছেদেও মিলন ততই জ্যামিতির কোন… Continue Reading →
কবিতার খাতা কি গিয়েছিল খোয়া নাকি দোয়াতের কালি ফুরোলো অকস্মাত্ যে ঝর্ণা কলম খর রৌদ্র-তাপে খটখটে খড়ের মতো মেদহীন পড়ে থাকে মনের গভীর গোপনে। অতঃপর শারদ রাতে, এবং প্রাতেও বৃষ্টি নামলো শুকনো আঙিনায় আমার হঠাত্ ভেজালো অনুভূতির শুকনো শেকড়। ভরা-বর্ষায়ও… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা