বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Month February 2020

প্রেমের প্রকৃতি

আকাশচারী হয় যতই এ মন আমার অবশেষে অবতরণ সোঁদা মাটির বুকে নক্ষত্রের দিকে যতই বাড়াই না কেন এ হাত, সময়কাটে কলমি লতা শুঁকে। উচ্চমার্গের তত্বকথায় কিছুক্ষণ থাকি শশব্যস্ত অবশেষে নেমে আসি প্রযুক্তির প্রয়োগে যোগের অংক যতই কষিনে কেন শুণ্য খাতায়… Continue Reading →

আছি তবু নাই

এই যে আকাশ জুড়ে ঘুরে বেড়াই আমি কখনো মেঘের আড়ালে হা্রাই ইচ্ছে করেই কখনো নক্ষত্রের এতটাই কাছাকাছি চলে যাই যে তুমি দিব্যি দেখতে পাও অট্টালিকার ছাদ থেকে তুমিও নাড়াও হাত যে্ন টেনিস বলের মত ধরে ফেলবে আমায় অতপর আমি এক… Continue Reading →

ভালোবাসা

ভালোবাসা কাকে বলে জানি না আমি শুনেছি এ না কী কোন এক অনুভূতির নাম অনুভূতি-টনুভূতির তেমন তো ধার ধারিনি কখনও তবু শুনেছি আজ না কি ভালোবাসা দিবস জগতের তাবৎ নারীও পুরুষ এবং তৃতীয় লিঙ্গের যারা সবাই সমস্বরে গাইবে ভালোবাসি ভালোবাসি… Continue Reading →

বিমূর্ত তুমি

জীবনানন্দ থেকে নিরানন্দ অবধি এই যে সকলেই ডুব দিয়ে থাকে একজোড়া বিস্ময়কর ও বিষন্ন চোখের দিকে জানিনে কী খোঁজ করে তারা মূর্তমান চোখে আমারতো মনে হয় বিমূর্তই দৃষ্টিকে দিয়েছে এক অপার স্বাধীনতা , ভাববার এবং ভাবাবার। নইলে নীরবে নিশ্চুপে যখন… Continue Reading →

বৌদ্ধিক বিষন্নতা

বিষাদ ও বুদ্ধির এমন ব্যতিক্রমী আস্বাদ পেয়ে যাই যখন অকস্মাৎ কোন পূণ্যের ফসলে অঙ্ক মেলাতে পারিনা সহজে, শুভঙ্করের চক্রজালে বুদ্ধিকে বিষন্নতার বাটখারা দিয়ে মাপতে চাই অথবা বিষন্নতাকে বুদ্ধির পরিমাপে দেখার প্রচেষ্টা কোনটাই বুঝিনা , যতক্ষণ না দেখি ওই চোখের মণি… Continue Reading →

স্বদেশ সন্ধানী মন আমার

স্বদেশের সোঁদা মাটির সুবাস পেয়ে যাই মাঝে মাঝে বিদেশী পারফিউমের সুগন্ধে মেঠো পথের আভাসও পাই প্রায়শই আমি আজকাল রাত-জাগা শহরের নিজস্ব ছন্দে । রমনা পার্কের পাশের সেই পরিচিত ফুচকাওয়ালা আর জ্যাকসান হাইটস’এর ফুচকা-বিক্রেতা একই সত্বা নিয়ে ধরা দেয় আমার মানসপটে… Continue Reading →

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑