এই যে কোলাজ ছবির কথা বলেন চিত্রকরেরা প্রত্যহই প্রায় আর্টস কলেজের লেকচারে, আঁতেল বিশ্লেষণে কোলাজ কথা যে উঠে আসে সেতো তোমার আমার অভিন্ন এক জীবন কথার অপর নাম দু’য়ে মিলে এক হয়ে যাওয়ার আরেক নামইতো কোলাজ ছবি তোমার রচিত কাহিনী… Continue Reading →
মনে পড়ে তোমার অরণি সেই যে যখন তোমার কৈশোর আর অরিন্দম সবে মাত্র যুবক হবো হবো করছে তেমনি এক অলস দুপুরে কলস কাঁখে যাচ্ছিলে বুঝি পুকুর পারে দেখা হলো দুজনের ঠিক জাম গাছটির তলায় অরিন্দমের আ্নন্দ তখন অরণিকে অকস্মাত দেখায়… Continue Reading →
আমরা দু’জনা খুলেছি সব জানালা উন্মুক্ত করেছি হৃদয়ের সব দ্বার আবেগের সমুদ্র তট থেকে ভেসেছি দূর সমুদ্রে ফেলেছি কাছি , এসে কাছাকাছি , বার বার। বাতাসের তরঙ্গে দুলেছি অনামিক আনন্দে আমরা ঝড়ের রাতের দুঃসাহসী যাত্রী আমরা পেয়েছি অভিন্ন এক চিলতে… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা