বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Month October 2019

হ্যালোউইনের জয় ও দৈত্যদের দৈন্য

হ্যালোউইনে হৈ-হুল্লোড়ের এই ছেলেমানুষী খেলা ঘুটঘুটে ঘন অন্ধকারের বন্ধ দ্বারে আঘাত হানে শিশুরা সব কিম্ভূত সাজে ভূত হয়ে দেখায় ভয়, তারপর চকোলেট সংগ্রহের অভিযানে আমরা দেখি এক-একটি নিষ্পাপ মুখের অম্লান হাসি, বুঝে ফেলি দানবের দীনতা, শিশু মানবেরই বিজয়ে। আহা এমনি… Continue Reading →

ধূসর মনের ঊষর কথা

মরুভূমি মন মরীচিকা দেখেই সহজেই মজে যায় বার বার বোঝে না আদৌ খর-তাপের খরায় জল-স্বপ্ন বৃথাই দেখা তার জল ভেবে সে সজল নয়নে যতই এগোয় সাবধানে পা ফেলে ততই বাস্তবের জলধি, স্বপ্নে এসে কেবলই সাপ লুডু খেলে। সিঁড়ি বেয়ে সে… Continue Reading →

অরণি-অরিন্দম সম্পর্ক

মেঘলা দুপুর মানে অরণি- অরিন্দমের ভাবনা এলোমেলো আর ভাবনা মানেই সম্পর্কের সুত্র ও সংজ্ঞা নির্ণয়। উভয়ই তারা দ্বৈত অনুভূতিতে ভালোবাসার সুত্রে বাঁধা না, না সেতো কেবল কথার কথা , ভালোবাসার সুত্রে মুক্তই তারা । আসলেই তো সম্পর্ক এক বহুমাত্রিক সত্য… Continue Reading →

মায়ার কায়া কিংবা ছায়া

সমুদ্রের ঢেউয়ে তুমি শোনো সুর আমি শুনি শুধু ছন্দ সুরেতে ছন্দতে খুঁজে পাই দু’জনই অভিন্ন এক আনন্দ। বনেতে তুমি খোঁজো গাঢ় থেকে গাঢ়তর সবুজ নিদেন পক্ষে একগুচ্ছ বনফুল আমি হেঁটে যাই দূর্গম পথের পথিক সাক্ষাতে তোমার ঘুঁচে যায় ভুল। পাহাড়ে… Continue Reading →

পাতা ঝরা,ঝরা-পাতা

আমি যেন আজ হেমন্তের হলদে পাতা কেবলই দর্শনের জন্য সুখকর হয়ে যাই প্রায় বার্ধক্যের ঐ বারান্দায় যখন দাঁড়াই তখন সকলেই মেলে ধরে মায়ার ছাতা। জানে তারা, জানি আমিও পাতারাতো ঝরে যাবে ঝরে যাবো আমিও অকস্মাৎ টুপ করে দেখবে সবাই অসহায়… Continue Reading →

শীত দুপুরের উষ্ণতা

আবহাওয়ার পূর্বাভাস ছিল এ রকমই যে ঝড়ো হা্ওয়ার হিমেল পরশে ভাবনাগুলো জমে যাবে হয়ত তাই গরম কাপড়-পরা কৃত্রিম উষ্ণতা ছিল সকলেরেই কাম্য আইসক্রিমের ব্যবসাপাতি গুটিয়ে যাচ্ছে ক্রমশই এখনতো কফি কাপে নকল উষ্ণতা পাবার চেষ্টা চলবে রোজ রোজ কবে কখন তাপমাত্রা… Continue Reading →

পরাবাস্তব বাস্তবতা

স্বপ্নের দৈর্ঘ যতটাই খাটো হোক কিংবা যদি কোন তূখোড় দর্জি ছেঁটে দেয় স্বপ্নকে জেনো নিমজ্জিত থাকি আমি স্বপ্নেই বরাবর। কারণ তুমি আমার স্বপ্নকে করো এতটাই সুগভীর যে এর দৈর্ঘ-প্রস্থ নিয়ে আমি আদৌ চিন্তিত নই। চিন্তিত নই বাস্তবের সঙ্গে এর সংযোগ… Continue Reading →

প্রকৃতি=প্রেয়সী

প্রকৃতি ও প্রেয়সীর মধ্যে সম্পর্কের কথা বলেন জগতের তাবৎ কবিকুল । প্রেয়সীকে প্রায়শই নিয়ে যান প্রকৃতির ঠিক কাছাকাছি তারা । প্রতিমার মতোই অবস্থান করে প্রেয়সীও বটে কখনো চিত্রা নদীর নদীর তীরে কখনো বা ধানক্ষেতের সমুদ্র তরঙ্গে । কখনো প্রেয়সী হয়… Continue Reading →

এসো অসুর করি বধ

সেদিন এক সিঁদূরে সন্ধ্যায় কাব্য কথায় বড় বেদনার সাথে তুমি ঠিকই বলেছিলে মহিষাসূরেরা ফিরে আসে বার বার । জানি, মহালয়ায় মহিষাসুরমর্দিনীর স্ত্রোত্র পাঠে উৎসবের শুরু বটে ,শান্তি ও সংগীতের আরাধনায় দেবী হন বিসর্জিত পবিত্র জলে যতবার ততবারই অসুরেরা মাথা তুলে… Continue Reading →

সুরের তুমি, অসুরের নও

বিশ্বময় বিষন্নতার মাঝে খুঁজি শান্তি, সে কী বহুদূর ! যেখানে শোনা যাবে সেই পরিচিতি সঙ্গীতের সুর যার সঙ্গতে সরব হবে গণিতের সমানুপাত রবিশঙ্করের সেতারে কাটবে দুঃস্বপ্নের দীর্ঘরাত। সুরের সঙ্গে মহিষাসুরের এই নিত্যকালের দ্বন্দ্বে বিজয়ার বাণী বাজে আজ শোনো নির্মল এক… Continue Reading →

« Older posts

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑