চুয়াল্লিশ বছর তো হয়ে গেল এখনও স্মৃতির জানালা দিয়ে প্রত্যহই দেখি তোমার আকাশ -স্পশীঁ ব্যক্তিত্বকে মেঘের আড়াল থেকে তোমার আঙ্গুলগুলো আমাকে দিক দর্শন দিয়ে যায় প্রতিদিন গাড়ির ভেতরকার বৈদ্যূতিন দিক নির্দেশকের মতো পিতা তোমারই নির্ভুল পরিচালনায় আজও অতিক্রম করে যাই… Continue Reading →
প্রায়শই তুমি বয়ে যাও নিস্তরঙ্গ এক নদী শব্দরা মিলিয়ে যায় নৈঃশব্দের গহীন গভীরে রূপোলী মাছ হয়ে আসে মাঝে মাঝে দৃষ্টিগোচরে অধিকাংশ সময়ে হারায় তারা তোমারই বক্ষের অক্ষে । আমি কেবল তোমার ঠোঁটের অস্ফুট নড়ে ওঠায় বুঝে যাই শব্দদের এই লুকোচুরি… Continue Reading →
[২২শে শ্রাবণের শ্রদ্ধাঞ্জলী] আজও তোমার সুরে সুর মেলাতে চাই বেসুরো গলায় হয়ত তোমারই গান গাই জানি অসুরদের উপলব্ধ অমানুষী সত্য ইতিহাসের ভ্রান্ত ব্যাখ্যায়, ভ্রান্ত সব তথ্য মূহুর্তেই মেলাবে জানি বায়বীয় এক ফুৎকারে তোমার নীরব শক্তি সত্য হবে যা বলুক যে… Continue Reading →
কী এক আশ্চর্য ব্যাধিতে বিদ্ধ এ সমাজ এর অসহায় শরীরে সর্বত্রই ক্ষত আজ ডেঙ্গুর সঙ্গে সখ্য সকল ঘাতকের জানি মরণ যদি না আসে মশার কামড়ে ক্ষতি কী তাতে, কল্যাণ-কামি তরুণরাতো আছে হৃদয়ে তাদের বিপুল ভালোবাসা হাতেও আছে রামদা, কিরিচ কিংবা… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা