সোনার অলংকারের অহংকারে সবাই যখন বাঁধছে নিজের হাত শেকল পরার আনন্দে বিভোর সবাই মুক্তির স্বপ্ন সেখানে বিধ্বস্ত বন্ধনের নিবন্ধে। ঠিক তখন আমি মুগ্ধ চোখে চেয়ে থাকি তোমার রেশমি কাঁচের চুড়ির দিকে পেলবতায় সেতো ঠিক তোমার হাতের মতোই অথবা তোমার কন্ঠ… Continue Reading →
বহুদিন পর অরিন্দমের সাথে দেখা অরণির ভাবেনি কখনও সারথি হয়ে হাঁটবে এই সরণীর বড্ড কোলাহল চতুর্দিকে , পথিকরা সব সরব ফুচকাওয়ালা , বাদামওয়ালা সকলেরই কলরব। তারই মাঝে অরণি হাঁটছে উদ্দেশ্যহীন পথে অরিন্দম চায় , অরণি উঠুক তার এই উল্টোরথে। তার… Continue Reading →
আজ রাতে নাকি বৃষ্টি হবে মূষলধারে তুমি নামবে মেঘের আড়াল থেকে আজ রাতে নাকি রজনীগন্ধা ফুটবে সর্বত্রই সকলেই ঘুমাবে তার সুবাস মেখে। আজ রাতে নাকি স্বপ্নরা সব সত্য হবে চিত্ত-চত্তরে ফুটবে ভালোবাসার ফুল আজ রাতে নাকি বঙ্গোপসাগরে আসবে জোয়ার মিলবে… Continue Reading →
উইলো গাছের এক শাখায় বসে মুণিয়া পাখিটা শোনালো রক্তাক্ত হবার এক করুণ কাহিনী । বাইশটি বসন্ত জুড়ে স্বপ্নকে করেছিল লালন ঠিক ডানায় আগলে রাখা ছানার মতো পরাবাস্তব এক সত্যেই, স্বপ্ন রূপান্তরিত দুঃস্বপ্নে । মুনিয়ার মন থেকে ঝরলো রক্ত কখনও শ্রাবণের… Continue Reading →
চট করে চেঁচিয়ে উঠলো সমস্বরে চেরি-চাঁপারা সব , রত হলো চিত্ত সন্ধানে চাতকের কাছে যেন ঘাতকের ঘা দিয়েই চাইলো জানতে কেন চায় না চাতক তাদের কেন সময়ে অসময়ে কেবল বৃষ্টি-বিন্দু চাওয়া কেন পেয়েও তাদের, অন্য কিছু খুঁজতে যাওয়া ! বাকিটা… Continue Reading →
রুদ্র সমুদ্রকে অবজ্ঞা করে উচ্ছল জলরাশিকে স্পর্শ করবে বলেই গেলে যখন সৈকত সান্নিধ্যে তখন আবার কেন ফেরালে মুখ কেন হয়ে গেলে অকস্মাৎ দূর-দ্বীপবাসিনি কেন গেলে চলে এক সমুদ্র ব্যবধানে। নাবিক তো নই আমি মোটেই যে নটিকাল মাইলের হিসেব কষে কষে… Continue Reading →
আজকাল শব্দরা মিছেই করে ঘুর ঘুর যেন পাড়ার বাউন্ডুলে কোন বালক ঘুড়ি ওড়ায় এক ছাদে কাটায় ঘুড়ি অন্য কারও ঝুল বারান্দায় । লাভের গুড় পিঁপড়ে খায় সংগোপনে অতঃপর অকস্মাৎ মুখ থুবড়ে পড়ে শব্দরা সব । অক্ষরেরা হয়ে যায় নিশ্চিহ্ন নিরক্ষর… Continue Reading →
প্রতারক রোদের প্রকাশ্য আলোয় বরফতো গ’লে না আর না রাজনীতির রাজকীয় আঙ্গিনায় না কুটনীতির কুটিল প্রাঙ্গনে । আর ভালোবাসা ! সেতো কবে থেকেই মুখ থুবড়ে পড়েছে বরফের কঠোর কঠিন পাহাড়ে । সে পাহাড় ডিঙ্গানো ততটাই কঠিন যতটা কঠিন ক্ষেপনাস্ত্রের আঘাতে… Continue Reading →
সময় এখন তূষার বন্দী অনুভূতি চায় মুক্তি সময় এখন ধূলায় ধূসর অনুভূতি জানেনা যুক্তি সময় এখন বড়ই অন্ধকার অনুভূতি খোঁজে আলো সময় এখন তর্কে খন্ডিত অনুভূতি বাসে ভালো । সময় এখন মেঘে আচ্ছন্ন অনুভূতি চায় আকাশ নীল সময় এখন দ্বন্দ্বে… Continue Reading →
চলতে চলতে থমকে যাই একচিলতে নিকোনো উঠোনে তোমার এক টুকরো অসমাপ্ত বাক্যের বৃক্ষে দেখি কয়েক গুচ্ছ শব্দ -গোলাপ কোনটা পূর্ণতা পায় তোমার উচ্চারণে কোনটা অসম্পূর্ণ থেকে যায় মোমের মসৃণতায় তবু ভালো লাগে বহতা নদীর মতো সেই শব্দদের প্রেমিক হতে পারে… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা