শুধুই কি তুমি হেমন্তের রঙ্গিন পাতা হয়ে থাকবে বিচিত্র বর্ণে রাঙাবে কি মন, নাকি মনের কথা রাখবে উঠোনের গাছগুলোর শোভায় জানাবে শুভেচ্ছার নীরব বাণী অতঃপর ঝরে যাবে তুমি , ঝরাবে আমার অস্তিত্বখানি পাড়া থেকে বেরিয়েই দেখি, তোমারই রঙে রাঙানো শারদ… Continue Reading →
তোমার চোখের তারায় আপনি হারায় আমার চোখের তারা মোর দিবসগুলো বিবশ হলো রজনী তন্দ্রাহারা । তোমার ঠোঁটের কোণের হাল্কা হাসি প্রাণে বাজায় মধুর বাঁশি কাছে কিংবা দূরেই থাকো নিত্যদিনই চিত্তে রাখো নইলে অবশ দিনগুলোতে জীবন হবে সারা । অলস দিনের… Continue Reading →
সর্ষের ঝাঁঝের মতোই ঈর্ষা যখন ক্ষুব্ধ করে তোমায় বর্ষার মেঘের মতোই ঈর্ষা তখন বিমর্ষ করে আমায় ঈর্ষার আগুনে তুমি দগ্ধ যখন হতে চাও অশ্রুর নদীতে আমি তখন ভাসাই আমার নাও। আজ নিয়তি তোমায় নিয়ে যায় দূরে, বহুদূরে থেকে যাই নাছোড়… Continue Reading →
সেদিন সেই হেমন্তের বিকেলে এক অদ্ভূত ইচ্ছে হয়েছিল আমার ভাবছিলাম , দাঁড়াও যদি এসে সামনে আমার কোন চিত্রশিল্পির প্রিয় মডেলের মতো এঁকে যাবো, এঁকেই যাবো স্কেচ তোমার একই ছবি আঁকবো বার বার , বহুবার । কিন্তু থামবার অবকাশই বা কই… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা