বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Month November 2018

ডিসেম্বর, তুমি এসেছিলে বলেই

কিশোর মনের কোলাজ চিত্রটাই গেল পালটে যে ভালোবাসায় শিশিরের মত বিন্দু বিন্দু জমছিল রোমান্সের অনুভবগুলো, হঠাৎ ঘটলো দিক পরিবর্তন ব্যক্তি থেকে সমষ্টিতে তখন নিমজ্জিত সমস্ত মন। খামচে ধরা শকুনের কবলে তখন স্বদেশ আমার হায়নার দলেরা নির্লজ্জ নিপীড়নে হাসছে অহরহ বাঁশির… Continue Reading →

Echoes & Voices

It’s quite quiet everywhere The voice is silenced Freedom choked Like the barbed walls of a prison Standing between the mountains I can hear the equal echoes Of pains and pangs; Pleasure evaporates into pains Like the voice into echoes…. Continue Reading →

সুর-অসুরের কথকতা

সে দিন, সে এক সন্ধ্যায় সুর সাগরের তীরে দাঁড়ালাম এসে প্রাত্যহিক এই উত্তপ্ত বালুকারাশি অথবা নুড়ি পাথরের বিচিত্র সমাহার পেরিয়ে ভেবেছিলাম সাগরে ডুব দেবো অনায়াসেই । বেলাভূমির মতো এই ভাবনার গুড়েও পড়লো বালি আমার। জানতাম না, জন্ম-জন্মান্তর থেকেই বাধা অন্তহীন… Continue Reading →

….তবুও কৃতজ্ঞতা !

আমার যে শূন্য মগজে দিয়েছ কয়েক গ্রাম বুদ্ধি হৃদয়ের গহীন গাঙে দিয়েছো ছটাকখানি বোধি ইঞ্চি খানেক জায়গা দিয়েছ ভালোবাসার জন্য কয়েক মুঠো ভাতে ভরাও পেট প্রতিদিন আনত কৃতজ্ঞতা তোমার প্রতি প্রভু। এক চিলতে উঠোনে নানাবিধ সব্জির সমাহার , পুকুর ভরেছো… Continue Reading →

নিখোঁজ এক মৃত্তিকার সন্ধানে

মৃত্তিকা মণি স্বপ্নের আবর্তে আসে আজকাল যতবার স্বপ্ন ভাঙ্গা কর্মিষ্ঠ দিনগুলো পায় না সহজে পরশ তার এই সেদিনও মৃত্তিকাকে দেখেছিলাম সবুজের আভাতে দেখেছিলাম আশ্চর্য ভাবে পুষ্পিত এক প্রভাতে সেই আমার আটপৌড়ে পোশাকের মৃত্তিকাকে খুঁজেছি বার বার কাঁখে কলসী নিয়ে আসা… Continue Reading →

যাওয়াতো নয় যাওয়া

ধীর পায়ে এই যে চলে যাওয়া তার কিংবা কখনও কখনও দ্রুত লয়ে হয়ত সুরের সুবাস ছড়িয়ে যায় সে তাতেই পশ্চাতবর্তী এই আমি কল্পনার আল্পনা আঁকি সকাল সন্ধ্যা এ কোন স্বপন চারিনী হাঁটে স্বপ্নের আঙিনায়। স্বপ্ন-ভরা তার সাগর চোখ থেকে বঞ্চিত… Continue Reading →

দূরত্ব

দূরত্ব কী কেবলই মাপা যায় বলো মাইলে বা মিটারে জীবন কী কেবলই বাঁধা যায় বলো সুরেলা কোন গিটারে। তাই হতো যদি তবে কেন বলতো দূরে থেকেও আছো কাছে জীবনের অনেক নাই নাই করেও জীবনতো বেঁচেই আছে। তোমার কষ্টরা সব গুটি… Continue Reading →

আমিও তো

এতটাই নোংরা বিশ্বে বসবাস আমাদের যে “মী টু ” প্রতিধ্বণি শুনি সর্বত্রই আজকাল এতদিন যাকে নির্মল হ্রদ ও হৃদয় বলে জেনেছি এখন জানি সেতো ঐ গলির ধারের নর্দমা শুধু যে নর্দমাকে পাশ কাটিয়ে গেছি ইস্কুলে প্রত্যহই যে নর্দমারা অহেতুক পিছু… Continue Reading →

প্রেমের পীত জ্বর

জন্ডিসে আক্রান্ত পাতারা সব নিষেধ মানে না কারও উড়ে যায় নিমেষেই আমার উঠোন থেকে তোমার একান্ত চিত্ত চত্বরে। ভেবেছিলাম সংক্রমিত হবে তুমিও তোমার দেহ হলদে রং ধারণ করবে তার পর নেতিয়ে পড়বে আমার বুকে জ্বরাক্রান্ত উত্তপ্ত দেহে, পাবো উষ্ণতা অন্যরকম।… Continue Reading →

তারাদের মিছিলে হারা মন

নক্ষত্র নই জাগতিক অর্থে না সঙ্গীতে , না ক্রিকেটে বিদ্যায় ও বুদ্ধিতেও নই নক্ষত্র কোন রাজনীতির নের্তৃত্বেও নেই যে গলা উপচে পড়বে ফুলের মালায় । তবু আকাশের বিশাল মাঠজুড়ে হেঁটে যাই নীরবে নিস্তরঙ্গে ফুল হয়ে ফোটা তারারা সব অবাক হয়ে… Continue Reading →

« Older posts

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑