এখনও বুঝি না মতলুব মিয়ার মতলবটাই বা কী পাড়ার দর্জি হিসেবে তাঁর নাম-ডাক সর্বত্রই মাপা লেন্থের বলের মতোই তিনিও বড় বেশি হিসেবী ক্রিকেটের উইকেটের মাঝাখানটায় কখন লাগাবেন বল কখন আমি নত করে মাথা বেরিয়ে আসব জনাকীর্ণ এ মাঠ থেকে সে… Continue Reading →
কেমন আছ? ছোট্ট এ স্বাগতিক প্রশ্নের জবাবে একদা বলতে তুমি ভালো আছি আজকাল তোমার জবাবটা গেছে পাল্টে ছোট্ট করে বল, যেন বিমর্ষ এক উচ্চারণে আছি ভালো। এতটাই দূরত্ব এখন তোমার সঙ্গে আমার যে শব্দেই বুঝি কেবল ভাল থাকা না থাকার… Continue Reading →
নিমগ্ন থাকো নিত্যই জানি আমি নিমগ্নতার স্বরূপ পাই না খুঁজে তৎক্ষণাৎ বেদনা বিভোরে একী হারিয়ে থাকা তোমার; নাকি সুখের সাগরে প্রাত্যহিক সাঁতার কাটা? উৎসবে আয়োজনে বরাবর যাওয়া-আসা অথচ উপস্থিতিতেই যেন অনুপস্থিত থেকে যাওয়া শরীর থেকে মনকে এতটাই পৃথক করো তুমি… Continue Reading →
প্রায়ই যে কবিতা চাও, দিনে অন্তত একটি করে এই দূর্মূল্যের বাজারে বলো কবিতা পাই কোথায় শাক-সব্জি, টাটকা কৈ সবইতো দেখলাম কিন্তু কবিতা কই ? খুচরো বিক্রেতা থেকে পাইকারি কাওরান বাজার অবধি ছুটোছুটি নিত্যই , একটি অন্তত কবিতা পেয়ে যাই যদি… Continue Reading →
কাজু বাদামের সেই গাছটার কথা মনে পড়ে ? কাঠবেড়ালির চিত্ত চাঞ্চল্য যেখানে দেখতে স্থির চোখে মনে পড়ে কী তোমার ফটকের দু’ধারে কামিনী ফুলের গাছ যার ঘন ছায়ায়, গভীর মায়ায় উষ্ণ উপলব্ধি তোমার এবং আমারও । রজনী গন্ধার অধূনা আধিপত্যে গন্ধরাজতো… Continue Reading →
প্রথম দৃশ্য : বাংলাদেশ অংকের হিসেবে শুভঙ্করেরা আজকাল চালায় তাবৎ বিশ্ব তাদেরই হিসেবে প্রাপ্তি আমার , তাদেরই হিসেবে নিঃস্ব সংখ্যায় কোথাও বা আমি হই লঘু, তুমি হয়ে যাও গুরু সেই পরিসংখ্যানে মালাউন এ মন আমার কাঁপে দুরু দুরু । পাছে… Continue Reading →
এতটাই গভীর ভালোবাসা কী তোমার যে আমাকে নইলে একেবারে তর সইছে না এতদূরে কেনই বা তবে পাঠিয়েছিলে বলো এখন কেন তবে বলছো নিত্যই , “চলো, চলো”। এখন তো এক আশ্চর্য ভালোবাসায় জড়িয়ে গেছি প্রকৃতি আর মানুষের সাথে মাধবী লতার মতো… Continue Reading →
প্রাচীন বটবৃক্ষের মতো পৌষের সঙ্গে সর্বনাশের যে বৈপরীত্য বিধানের ব্যবস্থাপত্র তার পক্ষে আমার এই অবস্থান দৃঢ়। তোমার ও কুলে যখন তুমি পাও নলেন গুড়ের মিষ্টি সুবাস আমার গুড়ে তখন বালির পাহাড় ভাপা পিঠার উষ্ণ আমেজে তোমার শীত যখন বড়জোর নাতিশীতোষ্ণ… Continue Reading →
কী আশ্চর্য ! এখনও মনে পড়ে না তোমার অন্তমিলের কবিতা লেখার কথা ছিল সেদিন শেষ বিকেলের সূর্যাস্তে যেমন থাকে পরের দিন প্রভাতেই সূর্য ওঠার প্রতিশ্রুতি তেমনিতো কথা ছিল তুমি, আমি এবং সে – মানে আমরা গানে গানে ভরাবো প্রাণের মেলা… Continue Reading →
রেলগাড়ির কামরায় নয় , শিলং ‘এর পর্বত চূড়ায়ও নয় তবু হঠাৎ দেখা হয়ে গেল , অন্য কোন পাহাড়ের ধারে রাবীন্দ্রিক নায়িকার মতো দেখি তুমি ছুঁয়ে চলেছো পরম ভালোবাসায় একেকটি রঙ, ক্যালেন্ডারের হেমন্ত নেমে এসছে উপত্যাকার উষ্ণতায় । চঞ্চল চোখে হঠাৎ… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা