অঙ্কে আজকাল দেখি শুভঙ্করদের অহেতুক অহংকার অনানুপাতিক হারেই চলছে সব কিছুই সর্বত্রই। কথাতো হয় কালে ভদ্রে , ব্যথা থেকে যায় কালোত্তীর্ণ সত্য হয়ে অস্ফুট স্বরে শব্দের ছিঁটেফোটা এসে পড়ে উত্তরের উঠোনে যখন দক্ষিণের ঝুল বারান্দার দুকুল বেয়ে দেখি শব্দের ফুলঝুরি… Continue Reading →
ভাগ্যিস তুমি ছিলে নইলে আমার কবিতা পাঠ হতো কী এমন বাঙময় নইলে আমার প্রাপ্তিতেও থাকতো কী এমন সংশয় নইলে আমার শব্দরা কী হতো এমন সমৃদ্ধ নইলে আমার ভালোবাসায় হৃদয় কী হতো ঋদ্ধ। নইলে আমার সূর্য-দেখা কখনও কী হতো সার্থক নইলে… Continue Reading →
পড়ার বইয়েরা যে সব সারি সারি দাঁড়ানো থাকে কুচকাওয়াজে প্রস্তুত সৈন্যদের মতোই, তোমার শেলফে ভেবেছিলাম সেখান থেকেই নেবো জীবনানন্দের কবিতাদের বেছে তারপর হৃদ্যিক নদীর পাশে দাঁড়িয়ে, আওড়াবো দু চারখানি কবিতা। অকষ্মাৎ হাত বাড়াতেই দেখি পশমি কাপড়ে ঢাকা ডায়েরি তোমার ফেইসবুকে… Continue Reading →
অন্ধকারের বন্ধ দ্বারে প্রত্যহই থাকে আলো প্রত্যাশি বিষন্ন এ মন আমার অমাবশ্যার আধিপত্যে গন্ডগোল গোলার্ধ জুড়ে স্নিগ্ধা প্রেয়সী চাঁদ থেকে যায় স্বপ্নের সে কোন বন্দিশালায়। কৃষ্ণ প্রেমিক নয় গো এখন আর সে যে বার বার আঁধারের প্রলেপ আঁকে আমার বহু… Continue Reading →
বেশ তো চলছিল দ্রুতবেগে ট্রেন তোমার বৈদ্যূতিন সময়ের সঙ্গে তাল মিলিয়ে এতটাই নিপুণ চালক ছিলে তুমি যে দস্যু-দানবেরা দৈন্য বুঝলো নিজেদেরই এবং অতএব দস্যুতাও নিশ্চিহ্ন হলো নিমেষেই । আমার মতো নিরীহ যাত্রীরা হলো নিশ্চিত ও নিরাপদ । পতাকাবাহী ট্রেনটি দুঃসাহসী… Continue Reading →
পশলা বৃষ্টির পেলব পরশে ভরে গেল দীর্ঘ দিনের মরু-মন আমার জানো কী জানো না, জানিনা আমি মেরুকরণের রাজনীতি আজকাল হৃদয়কেও করে নস্মাৎ শংকায়-আশংকায় কাটে সময় . চমকে থমকে যাই অকষ্মাৎ। মাঝে মাঝে তাই আনমনা মনে অমিত্রাক্ষরে চলে মিত্র-মনের করুণ কথা… Continue Reading →
যে গুমোট আকাশের নীচে বসবাস আমাদের নক্ষত্রের সন্ধান যেখানে চলে নিয়তই সেই আকাশ-প্রিয়তায় কেটেছে বহুকাল রূপ কথার গল্পের মতোই বলি না হয় একদা সেখানে দেখেছি কদম থেকে কাশের বিবর্তন দেখেছি সেখানে চিত্রা নদীর বিচিত্র গমনাগমন । আকাশ বেয়ে উঠে আসা… Continue Reading →
শারদ শিশির মতো শব্দরা তোমার ঝরে পড়ে দূর্বা ঘাসের রং-চটা হৃদয়ে আমার ইচ্ছে করে ফিরে যাই আবার সবুজাভ ঐ অস্তিত্বে শব্দদের অনুভব করি নিঃশব্দেই কেবল। স্বচ্ছ শব্দদের আক্ষরিক শরীর পেরিয়ে গভীরে আরও অকষ্মাৎ দেখি হৃদ্যিক সেই অনুভূতি হারায় যা দূরারোগ্য… Continue Reading →
জন্ডিসে আক্রান্ত এখন পাতারা সব ঠিক আমারই মতো পতনের প্রতীক্ষায় কাটাচ্ছে অবশিষ্ট সময়টুকু । হৈমন্তি হাওয়ায় জানি উড়ে যাবো সহসা তবু গোপন একটা সুক্ষ আনন্দে ভরে ওঠে বুক হেমন্তের এই হলদে রূপ দেখতে আসবে জানি । ঝরে পড়ার আগে ঝুলে… Continue Reading →
ব্যস্ত শহরের ব্যালকণির এক কোণে মনে পড়ে কি তোমার, আঁতেল আলাপের অন্তরালে প্রেমের প্রচ্ছন্ন গুচ্ছ গুচ্ছ প্রলাপের কথা ? প্রলাপ ! হ্যাঁ এখন অবশ্য অতিক্রান্ত সময়ে প্রলাপই বটে । প্রচ্ছন্ন ! হ্যাঁ প্রচ্ছন্নই বটে কারণ বাইরে দাঁড়াতেন এসে ওয়ার্ডসওয়ার্থ থেকে… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা