অহরহ অঙ্কের হিসেবে মাপা জীবনের চলিষ্ণুতায় খুঁজে বেড়াই অনন্ত সেই সময়টাকে, যাকে হারাই অযথা জীবন-খাতার খসে পড়া প্রিয় কোন পাতাতেই গাণিতিক ফিতায় মাপ-জোক করে অংশীদারি জীবনটা ভাগ হয়ে যায় , পলে পলে পঞ্জিকার প্রত্যেক প্রকোষ্ঠে । কীই বা ক্ষতি হতো… Continue Reading →
শব্দের বুদ্বুদেরা আজকাল সমবেত হয় সকাল সাঁঝে, বেলা–অবলোয় অলিন্দে তোমার গেলাসে গেলাসে কখনও সখনও, শব্দ পান কর আকন্ঠ নিমজ্জিত থাকো নিঃশব্দ নেশায়, নিজেরই নূপুরের নিক্কনে। স্থপতি মন তোমার এমন নকশা আঁকে কেন তবে বাস্তবায়নের এক পরাবাস্তব নেশায় আমি খেটে চলি… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা