জানি কথা না রাখার কথা বলে গেছেন উচ্চ স্বরে শ্লোগানের মতো কবিকুল তবু কবিতায় আজন্ম বিশ্বাসী অরণী অবিশ্বাস করেছে আপ্ত বাক্যের মতো উচ্চারিত ভূত ও ভবিষ্যৎ নিয়ে কবিদের সেই কথা মনে করেছে এ বুঝি কেবলই কথার কথা। অথচ, কী আশ্চর্য… Continue Reading →
বছর ঘুরে ঘুরে আসে ওই প্রতারক রোদ ঊষ্ণতায় যার ভূমিকা কেবলই নির্লজ্জ নৃত্য আলোতে যতই আগ্রহী হয় এ মন হিমেল আচরণে হয় প্রবঞ্চিত এ পাখি প্রাণ কাঁথা কম্বলে অগত্যা খোঁজে ক্ষণিক আশ্রয় প্রকৃতি যখন সর্বত্রই নিদারুণ নির্দয়। অনুর্বর তর্কের জমিতে… Continue Reading →
স্বপ্নের সঙ্গে স্বপ্নের সংঘাত চলে প্রতিনিয়ত আজকাল বিপ্রতীপ স্বপ্নরা প্রায়শই বৈরিপক্ষ হয়ে পড়ে পরস্পরের রাজনীতিকদের পোষ মানানো স্বপ্নের সঙ্গে কবির স্বপ্নের দূরত্ব যেমন তেমনি সাংঘর্ষিক হয়ে পড়ে তোমাদের সংগে আমাদেরও স্বপ্নের । তোমরা যখন নিমজ্জিত থাকো চুমুকে চুমুকে রেডওয়াইনের ক্রিস্টাল… Continue Reading →
When demonic thoughts divide this earth of ours And break the peace into pieces Amidst the distress of the divisiveness Desperately I look for peace, a lasting peace. My battered butterfly heart longs for the melody That we lost so… Continue Reading →
[শারদ উৎসব উপলক্ষে] মহিষাসুরে ছেয়ে যাওয়া এ জগতে , বলো কোথায় পাই শান্তি দু দন্ড বদরুলেরা এখন কিরিচ চালায় খাদিজাদের নিরীহ শরীরে মানবতাতো পন্ড । দূর্গত এ দুনিয়ায় বড় দুঃসহ লাগে বহুদিন থেকেই জেনো দূ্র্গম এ পথচলা দূর্গত নাশিনীর অর্চনা… Continue Reading →
চোখের সঙ্গে চোখেরই চোখাচোখি, সেতো চিরকালের পুরোনো কথা কিন্তু চোখ যে হেঁটে চলে যায় চিত্তের সুবিস্তৃত চত্বরে রিখটার স্কেলের সর্বোচ্চ মাত্রায় কম্পিত করে যে মনের মন্দির সে কথা শুনিনি বড় মাপের নাট্যকারদের গ্রন্থিত কোন সংলাপেও তাঁরা বড়জোর চোখের বর্ণনা দিয়ে… Continue Reading →
মাঝে মাঝে সবুজের জন্য বড়ই আনচান করে এ মন ধুসরতায় আচ্ছন্ন এক চিলতে মনের উঠোনে সবুজের সন্ধান করে চলে অবুঝ এ মন সকাল সন্ধ্যা । অকষ্মাৎ মনের মুরুদ্যানে মুখোমুখি তুমি এবং আমি । এমন নান্দনিক সবুজতো দেখিনি বহুকাল জুড়ে টিয়া… Continue Reading →
2016 - 2025 আনিস আহমেদের কবিতা