বিশ্বাসে পাই আশ্বাস নিয়তই, তাই মানুষকে বাসি ভালো…

Month August 2016

হৃদ্যিক রাণী

ক্রন্দসী উইলো গাছটি নুয়ে থাকে এতোটাই , যে মনে হয় ঠিক তুমি নিমগ্ন রয়েছো তোমার ঘন চুলের আড়ালে হয়ত শ্রাবণের বর্ষণে ভিজে গেছে তোমার চোখের পাতা বেদনায় কুঁকড়ে গেছে একদা মনের বিস্তৃত আঙ্গিনা যেখানে ফোটাতে ফুল স্বপ্ন-রং’এর । কিন্তু ঐ… Continue Reading →

কাছাকাছির দূরত্ব

সম্বোধন করে যাই বলো না কেন তুমি বোধের জমিতে বরাবর ফলাও ফসল অনুভবের। লজ্জায় আনত চোখে যতই দেখো না মাটি দৃষ্টি অতিক্রম করে চলে যায় সীমানা এই ভবের । গুচ্ছ চুলের আড়ালে ঢাকো সুন্দর মুখখানি বিমূর্ত অনুভবে পেয়ে যাই তবু… Continue Reading →

অন্তঃমিলের কবিতা

প্রতীক্ষার প্রহরের হয় অবসান -তোমার এবং আমার জানালায় এসে হঠাৎ যখন উঁকি দাও বার বার প্রত্যাশার প্রদীপটা অকষ্মাৎ জ্বলে ওঠে মনের অন্তঃপুরে বাঁশিটুকু ভরে নিই তখন হৃদয় নিঙড়ানো সুরে সুরে । গলির পাশের সরু নর্দমাটা তখন মুহূর্তেই নদী হয়ে বয়ে… Continue Reading →

আত্মজৈবনিক স্বপ্নরা সব

যামিনী পেরুনো কামিনী ফুলের মৌ মৌ করা ভোরে প্রায়ই আসতো উঠোনে আমার এক ঝুনঝুনিওয়ালা জাদুর মন্ত্রে জানতে চাইতো আমার স্বপ্নের দৈর্ঘ্যটা শৈশবের সেই সোনালি দিনে স্বপ্নতো হতো সীমিত কেবল ভূত প্রেতের ভয়ে ভরা , নইলে বড়জোর রূপকথার রূপক। মাঝে মাঝে… Continue Reading →

Newer posts »

2016 - 2025 আনিস আহমেদের কবিতা

Made with ❤️ by আনন্দ খানUp ↑