তোমাকে নিয়েই আমার অহর্নিশ স্বপ্ন

এবং বাস্তবতা;

বাড়িতে এবং গাড়িতেও শুনি তোমার বাণী

তোমাকে নিয়েই যত কথা।

আমি আসবার আগেই তুমি চলে গেলে জানিনে

কোন অনন্তলোকে ।

শুধু রেখে গেলে সীমাহীন শব্দের সমাহার এবং

ভাসালে সমুদ্র-শোকে।

তবু জানি রবি ঢলে গেলে পশ্চিম উপকুলে,

পূবে হয় আবারও উদয়;

তোমার চলে যাওয়ায় যে বেদনা বিঁধে মনে

তাকেই করে ফেলি জয়।

তুমিই তো একদা বলেছিলে, তোমার

যাওয়াতো নয় যাওয়া,

তাই তোমায় হারাই যত বার বার

ততবারই খুঁজে পাওয়া।

   

তুমি আছো বলেই হৃদয়ের গহীনে শুনি

সেই পরিচিত সুর

শব্দদের মধ্যে খুঁজে পাই, আশার বাণী

বিধ্বংস হয়ে যায় যত অসুর।

অসীমকে ধারণ করেছো তুমি নিত্যই জানি

নিজেরই সীমার মাঝে

তাইতো শুনি অরূপ বীণা লুকিয়ে থাকে  

বাজে তোমারই রূপে বাজে।

শ্রাবণের ঘন মেঘে ঢাকা দুঃখ জাগানো রাত্রি

তবু প্রতি সকালে রবির প্রতীক্ষায় আমি পথযাত্রী।

৬ই আগস্ট,২০২৩, ম্যারিল্যান্ড ।

copyright@anisahmed

*২২শে শ্রাবণ কবিগুরুর তিরোধান দিবস উপলক্ষ্যে

চিত্রঋণ: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর শীর্ষক ফেইসবুক থেকে