শেকড়ের পাশেই বসে থাকি উদয়াস্ত
তোমরা ওড়ো ডালে ডালে
এবং সম্ভবত পাতায় পাতায়ও
আমি থাকি শেকড় সন্ধানে ব্যতিব্যস্ত ।

সেখানেই খুজে পাই আমার সত্ত্বার সন্ধান
সেখানেই জানি পিতার পরিচয়
সেখানেই বাজে জাতীয় সঙ্গীত
সেখানেই থেকে যাই বরাবর অম্লান।

পাতায় পাতায় খোজো তোমরা কবিতার ছত্র
ডালে কিংবা মগডালে থাকে গদ্যগাথা
কোথাও কোথাও খোজো অল্প-সল্প-গল্প
শেকড়েই পাই আমি সৃষ্টির কথা, পাই হৃদ্যিক পত্র।

চরিত্র ও দুশ্চরিত্রের দ্বন্দ্বে লেখা অসংখ্য উপন্যাস
পড়েছি বহুবার বহুকাল থেকেই
নন্দনতত্বের আলোতে দেখেছি
প্রতিটি শব্দ ও চরিত্রের সব অসাধারণ বিন্যাস।

শেকড় উপড়ানোর উচ্ছাসে, উত্সব আয়োজনে
আমি নিবেদিত থেকে যাই শেকড়ের প্রয়োজনে।

July 01, 2025; Maryland
Copyright@ anisahmed