বন্দি রাখার নানান ফন্দিতে
আটকে পড়ি আজকাল আমি
করোনাকালের বন্দীত্ব ঘোঁচেনি
তাই পথের ভ্রমণে আমি গৃহগামি

ঘোঁচেনি এখনও বিধিনিষেধ কোন
বেড়াজালে আঁটকে আছে দেহখানি
চতুর্দিকে বাধার পাহাড় উচ্চ করে শির
মনকে তো মানাতে এখনও পারিনি।

কখনও ঊষা থেকেই বন্দি থাকি
তূষার তাশের কুটিল তুরুপে
যদি বা বরফ গলে রোদের কিরণে
পাইনে খুঁজে তোমায় সেই চেনা রূপে।

তাই ঘুরে আসি মনের উঠোনে
সেখানেই দেখি প্রিয় চক্ষু দু’টি
সেখানেই জানি আমার সব কাজ
সেখানেই পাই দু দন্ড ছুটি ।

৫ই ফেব্রুয়ারি ,২০২১ ম্যারিল্যান্ড
Copyright@anisahmed