কখনো রোদ, কখনো ছায়া, কখনোবা বৃষ্টি

প্রকৃতির এ খেলা, প্রকৃতিরই জানি সৃষ্টি।

জানিনা শুধু রোদ বৃষ্টি ঝরে হৃদয়েও কেন

কেন এ দ্বন্দ্বে মনে হয় কেটে যায় ছন্দ যেন ।

অংকের অনুপাতের মতোই প্রকৃতিতে সমানুপাতিক তারা

সংঘাতে আহত হই হৃদয়ে যখন অহেতুক দেয় সাড়া।

সম্পর্কটা সাংঘর্ষিক তখন রোদে ও বৃষ্টিতে

সহায়ক হয় না কেন ভালোবাসার সৃষ্টিতে!

রোদের সে তাপে হৃদয় ফেটে হয় চৌচির

বাধার ব্যূহ ভেঙ্গে দাঁড়াবে সে এমনতো নয় বীর

আবার আচ্ছন্ন মেঘে, লুকোয় হৃদ্যিক আশারা সব

উচ্ছসিত ভালোবাসার শব্দরা অকষ্মাত্ নীরব ।

আষাঢ়-শ্রাবণের বৃষ্টিতে ভিজবে হৃদয় হয়ে  বিহ্বল

তেমনটি হয় না আজও; প্রেমের প্রতিপক্ষ বাধে শৃঙ্খল।

চোখে নামে আষাঢ়ের মেঘ অথবা শ্রাবণের অঝোর ধারা   

এই নিয়ে ভালোবাসার খেলা, এ নিয়েই পাগল পারা।

অতএব হেমন্তে ওঠে না ঘরে ভালোবাসার একান্ত ফসল

প্রেমের আকর্ষণে কর্ষিত মনোভমি; শষ্যতো হয়না সফল।

 

 ১৮ই জুন,২০২৩, ম্যারিল্যান্ড ।

copyright@anisahmed

Photo: Elijah Hiet