একী ডিজিটাল বিশ্বে বসবাস আমাদের আজ বলো !
আঙ্কিক হিসেব কষেই কার্সারেরা করে প্রেম অনবরত
সংলাপগুলো নাটকীয় নিপূণতায় নির্মিত হয় নিত্যই
অতঃপর সময় মতো মুছে ফেলার অকারণ ব্যাকুলতা।
তালপাতার খসখসে কাগজে না হয় নাই বা হলো লেখা
অন্তত নীলাভ একটি পাতায় লেখা যেতো কথা ক’টি
পায়রার পায়ে বাঁধা পত্র না হয় নাই-ই বা গেল ওই আঙিনায়
নীল খামের চিঠিটি বইয়ের পাতায় গুঁজে দিতেই তো পারতে।
সে সব কিছুইতো হলো না,সেদিনের রোম্যান্স এখন রীতিমতো রম্যরচনা
টেক্সট মেসেজের মর্ম বোঝানোর অন্তরালে অন্তর্জালের যন্ত্রনা আজকাল
বোতাম টিপেই শব্দরা করে যাওয়া আসা বৈদ্যুতিন বিভ্রান্তিতে
দূরের মানুষকে কাছে আনার এক প্রতারক প্রয়াস চলে প্রত্যহই।
এরই মাঝে , মাঝে মাঝে ভালোবাসার , কোন কোন কুটিরে জ্বলে দীপ
উজ্জ্বল হয় প্রেমের অনুভবেরা,উষ্ণতায় আরও লাল হয়ে ওঠে কপালের টিপ।
ম্যারিলান্ড , ১৬ ই মে , ২০১৬
Copyright@ anis ahmed