নীল ও লালের মধ্যে এক

অভিন্ন ও অনুচ্চারিত মেল বন্ধন।

বেদনায় নীল হয়ে যাওয়া হৃদয়ে

যে রক্তক্ষরণ ঘটে বার বার

সেতো টুকটুকে লাল , তোমার

ঠোঁটের প্রসাধনীর মতোই ।

তবে নীল তো আবার সমুদ্রের

মতো গভীর এক প্রেম, যেখানে

মুক্তোর সন্ধানে মুক্তির হয় বিসর্জন

ডুবুরি মন নিমজ্জিত নীলের আবরণে

সন্ধান নিয়ত অমুল্য এক ধনের।

লাল সেখানে ঋতুবতী কিশোরির মতোই

লাজুক , চঞ্চলা এবং অতি-অবশ্যই

স্বপ্নের সিঁড়ি বেয়ে সম্প্রসারিত সত্য।

রঙের এই রহস্য বুঝিনা আমি কখনই

লালে নীলে কখনও হই বিচলিত

কখনও প্রত্যাশার পাপড়িগুলো মেলি

জীবনের জমিনে চলে বর্ণচোরা খেলা।