আজকাল আমি শুধু বাঙালি খুঁজি

হ্যাঁ খুঁজি আমি দিবানিশি একজন বাঙালি

না, বিদেশে থাকি ব’লে নয়

স্বদেশে গেলেও থাকি হয়ে বাঙালিরই কাঙালি।

আমি খুঁজি তাঁতের শাড়িতে বাঙালি

নিদেন পক্ষে জামদানি পরা কোন বাঙালি কন্যা

বিপন্ন যখন বাংলার সংস্কৃতি

তখন প্রার্থনা করি বয়ে যাক দেশে বাঙালিয়ানার বন্যা ।

বসন্ত বরণের বর্ণটুকু সব

ফ্যাকাশে হয়ে যায় ভালোবাসা দিবসের কোলাহলে

একদা  ফাগুনের আগুনেই পেয়েছি উষ্ণতা

পয়লা ফাগুন এখন নির্বাসিত হয়ে যায় অন্য আয়োজনের ছলে।

আবার মুক্ত হোক ফাগুন

পঞ্জিকার পাতার প্রান্তিক সেই সীমিত অবস্থান থেকে

আবার কন্ঠে ঝরুক বাসন্তী গান

ফিরে আসুক সেই বসন্ত যে গিয়েছিল তার চিহ্ন রেখে।

ফাগুনতো প্রতীক একুশেরই

ঔরসে যার জন্মেছিল মাতৃভাষার জন্য বাঙালির প্রীতি

তাই ফাগুন বাঙালির ভাষা বটে

বাঙালির আশাও, বর্তমান ততটাই যতটা অতীত স্মৃতি।  

১৩ই ফেব্রুয়ারি, ১লা ফাল্গুন. ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed