এখনতো দেখি অন্য এক সকাল
শহিদ মিনারের ফুলগুলো গেল শুকিয়ে
অবশিষ্ট যে ফুল, সেতো অনায়াসে
টোকাইরা সব নিলো টুকিয়ে।

এখনতো আর পাঞ্জাবির হাতায়
আঁকা রবে না অক্ষরেরা কেউ
এখনতো আর শাড়ির আঁচলে
বর্ণমালারা তুলবে না কোন ঢেউ।

এখনতো আমার ইংরেজিতে পড়া পুত্র
হাফ ছেড়ে বাঁচবে বাংলার কবল থেকে
হিন্দি ছবির নেশায় মত্ত কন্যা আমার
ধরবে কোন অন্য গান, বাংলা গান রেখে।

বলবে তারা আসুক না একুশ আবার
তখন না হয় বাংলায় গাইবো গান
ততক্ষণ বন্ধ থাকুক শুধু শুধু বাংলা বলা
থাকুক না হয় “হিংলিশে” আমার স্থান।

হায়রে একুশ তারিখের ঘরে আজ
কে করলো তোমায় বন্দি
আমি তো জানতাম তুমি সবদিনের
হারাও কেন তবে ? এ কার ফন্দি!

এখন মনে হয়, একুশ যদি হতো প্রতিটি দিন রাত্রি
আমরা হতাম নিশ্চয়ই তখন বাংলার অদম্য অভিযাত্রী ।

২১ শে ফেব্রুয়ারি ২০২১
Copyright@anisahmed