[প্রবীর দাশ গুপ্তের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত]

ছোপ ছোপ রঙে আঁকা ছবিগুলো ছিল বিমূর্ত
যেন এক প্রাণবন্ত বালকের দুষ্টুমি
অথবা আলতো ছোঁয়ায় ক্যানভাস ছিল আলোকিত
এবং, রঙের আবর্তে আবদ্ধ করেছিলে সংখ্যাতীত মন।

দুষ্টু বালকের খেয়ালি মনের খেয়ায় ভেসে ভেসেই
কল্পলোকে গল্পে গল্পে ভরিয়ে ছিলে চিত্তের চিত্রপট
বাস্তবের ডালি রয়ে গেল শূন্য শেষ অবধি
ভরিয়ে গেলে বহু জোড়া চোখ এক সাগর অশ্রুতে।

বিমূর্ত ছবিরা সব এখন মূর্তমান হয়ে ওঠে উঠানের পাশে
মূর্তমান যে ছিলে তুমি বর্তমান , সেই-ই হলে অতীত অকষ্মাৎ
বিমূর্ত হয়ে রয়ে গেলে ঠিক তোমারই প্রিয় পটে আঁকা ছবির মতো
ব্যাখ্যায় বিশ্লেষণে নিত্যই খুঁজে বেড়াই তোমাকেই যত্র তত্র ।

এখন আমি রয়ে যাই অন্ধকারের অবিমিশ্র অমাবশ্যার কালোয়
তুমি থাকো অনাদিকাল থেকে মুক্তির চিত্রপটে, আলোয় আলোয়।

১১ ই ডিসেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed

Art workby Prabir Das Gupta