[*দেওয়ান আরশাদ আলী বিজয়ের প্রয়াণে]  

সবুজ থেকে কখন যে রং পাল্টালো তোমার

বুঝতেই পারিনি আমরা কেউ

তোমাকে দেখেছি সবুজাভ প্রাণচাঞ্চল্যে বরাবর

দেখেছি পদ্মার প্রশমিত ঢেউ।

আবার দেখেছি পতাকার জ্বলজ্বলে সুরুয যেন

বিজয়ের জ্বলন্ত প্রতীক বরাবর

বিনয়ী কন্ঠে শুনেছি স্বাজাত্যবোধের অমূল্য বাণী

গড়েছিলে আশার এক সরোবর।

চেয়েছিলাম আমরা যখন দীপ্ত সেই রঙ্গের প্রতি

হেমন্তের রঙিন পাতাদের খেলা

অকষ্মাত্ ক্রমশই বিবর্ণ হলে তুমি খুবই দ্রুত

ঝরে গেলে, সাঙ্গ হলো বেলা ।

তোমার নামের মতোই বিজয় হলো তোমার

আমরা তো রয়ে গেলাম পরাস্ত

তুমি পেয়ে গেলে বর্ণিল পরলোকে আবাস তোমার

আমরা এখনও শোকে বিহ্বল বিধ্বস্ত।

১০ ই অক্টোবর, ২০২২ ম্যারিল্যান্ড

Copyright@anisahmed