ভাবের ঘরে অভাব নিয়েই অকাল বসবাস

নইলে কেন নিত্যই দেখি নক্ষত্রবিহীন আকাশ

শুণ্য থাকে পাত্র আমার প্রতিদিনের ভিক্ষাশেষে

 হয়না বুঝে ওঠা কিছু রাত্রিদিনের দীক্ষাশেষে।

বন্ধদ্বারের অন্ধকারে যতই জোরে আঘাত করি

কপাট খোলে না বলেই তো কপাল খুঁড়ে মরি।

বিহঙ্গের মতো সুড়ঙ্গ শেষে পাবো আলোর দেখা

সেই আশাতেই অন্তবিহীন পথ-চলা একা একা।

সাগর-তীরে বালির বেলায় হাঁটছি যে আনমনা

পাশেই তুমি লুকিয়ে আছো সেও কি জানবোনা।

পুকুর চুরি করবো ভেবেই বাড়াই জলে হাত

লুকিয়ে তুমি আগে-ভাগেই করো বাজিমাৎ।

রবি-কবি যতই বলেন পথ চাওয়াতেই আনন্দ

লিখতে লিখতে থমকে গিয়ে হারাই আমি ছন্দ।

২৩শে জুন ২০১৫, ম্যারিল্যান্ড।

Copyright: anisahmed