রূপোলি তবক দেওয়া পানের মতোই সুগন্ধ ছড়ায়

তোমার শব্দরা আজকাল সর্বত্র;

ভোঁতা অনুভূতিতে শান দিয়ে শুনি শব্দের ব্যঞ্জনা

পাঁজরের হাড় তখন সেতারের তার

হয়ে বেজে চলে অবিরাম, নিজের হৃদয়েরই কাছাকাছি ।

মলাট বাঁধা বইয়ের বাইরে চলে আসে অক্ষরগুলো বর্ণহীন

বিবর্ণ জীবনকে স্বততই করে সমৃদ্ধ

তত্ব কথার তথ্য দিয়ে ঢেকে ফেলা সত্য কথারা আজকাল

মশাল জ্বেলে চলে আসে মানুষবিহীন মিছিলে

ভোরের আলোয় জেগে ওঠা এ পাখি-মন ডানা মেলে মুক্তির আকাশে।

পর্বত-প্রত্যাশী এ প্রাণ পাদদেশে পড়ে চেয়ে থাকে ঊর্ধ্বপানে কেবল

শেরপার সন্ধানে বয়ে যায় সকাল-সন্ধ্যা

অথচ চুপি চুপি পায়ে পাহাড় নেমে আসে স্বয়ং মনের অগোছালো মন্দিরে

বিসমিল্লার শানাইয়ে শুনি শুরুর সুর

মিলন গাঁথা গেয়ে চলে মলিন মন , ঊষ্ণতার এক বিস্ময়কর অনুরক্ত অনুভবে।

প্রাত্যহিক পৃথিবীর প্রেমে , দেখা হয়না হায় সহসা তোমার অনন্ত অবয়ব

নিজেতেই নিমগ্ন এতটাই অনুক্ষণ বোঝেনা সে যে তোমাকে পাওয়াও সম্ভব।

Copyright: anisahmed