অনেকটা গল্পের মতোই শোনালো
অনুভূতিতে অনুরণিত তোমার কথাগুলো
বেদনার বাষ্প করে হয়ত ওড়াতে চেয়েছিলে
কষ্টাক্ষরে লেখা যতি চিহ্নবিহীন বাক্যদের।
চেয়েছিলে, ঊষ্ণতার স্পর্শে গলে যাক
বেদনার বরফগুলো, প্রাণের এ পর্বত থেকে।

কই নাতো , বেদনাতো বিস্তৃত হলো আরো
হৃদয়ের উঠোনে উঠলো ক্রন্দসী উইলো গাছ
শেকড়ে জমলো শীতল হয়ে ওঠা বরফগুলো
কষ্টের ক্যাকটাসে ভরে গেল বাগান-বিলাসী মন
চোখের জল বাস্প হয়ে মেলালো বাতাসে
মনের উঠোনে এখন তো কেবল নিত্যই অশ্রুপাত।

তবু জানি নেমে আসবেই তুমি সংকটের এই শকট থেকে
ভালোবাসবেই তুমি জীবনে ফোটা ফুলেদের প্রত্যহই
না-ফোটা কলিগুলো হাসবে আবার জীবনের ফুল হয়ে
লাউয়ের লতায় ভরবে জেনো নিকোনো উঠোন তোমার
সবজির সমারোহে সবুজ হবে জানি, ধূসরিত মন তোমার ।

প্রত্যাশা ও প্রার্থনার যোগফলে ফুটবে জানি ভালোবাসার কাঙ্খিত ফুল
কষ্ট-কাহিনীর হবে অবসান জেনো , মিলবে যখন এ-কুল ও-কুল।

১৪ই আগস্ট ২০১৮, ম্যারিল্যান্ড।
Copyright @ Anis Ahmed