কথা ছিল আমার মন ভেজাবে
ভালোবাসার অঝোর বৃষ্টিতে
কথা ছিল আমার কলম ভরাবে
কতশত কবিতা সৃষ্টিতে।
কথা ছিল আমার হৃদয় ভাসাবে
তোমার একান্ত উপকুলে
কথা ছিল আমার বাগান ভরাবে
তোমার ভালবাসার ফুলে ফুলে।

কথাতো ছিল না চোখ ভেজাবে
কষ্টের কষে প্রতিদিন তুমি
কথাতো ছিল না ঊষর করে রাখবে
নিজেই নিজের মনভূমি
কথাতো ছিল না বিরহের রোদে
পোড়াবে শুকাবে হৃদয়খানি
কথাতো ছিল না দুঃখ-গাঁথা হবে
তোমার কবিতার প্রতিটি বাণী

এসো দু জনই আবার গড়ে তুলি মিলনের মোহনা
রাত্রি শেষে,হয়ে যাও ভালোবাসার অহঙ্কারি অহনা।

Copyright@ Anis Ahmed
March 10, 2019, Maryland